মোহাম্মদপুরে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই করার সময় ধরা পড়ে গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। নিহত ছিনতাইকারীর নাম- মো. রাকিব (২৮)। এ ঘটনায় গণপিটুনির শিকার মিলন নামের আরেক ছিনতাইকারীকে জনতার হাত থেকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোর ৬টায় মোহাম্মদপুরের বসিলা সিটি হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়সূত্রে জানা যায়, ভোর ৬ টায় মোহাম্মদপুরের বসিলা সিটি হাউজিং এলাকায় কয়েকজন রাস্তায় দাঁড়িয়ে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ছিনতাই করছিলো। এ সময় এলাকায় খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘেরাও করে আটক করে ছিনতাইকারীদের গণপিটুনি দেয়। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও দুইজনকে আটক করা হয়। গণপিটুনিতে আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে নিয়ে গেলে একজনকে ডাক্তার মৃত ঘোষণা করে।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, সকালে স্থানীয়রা ছিনতাইরত অবস্থায় তাদের আটক করে গণপিটুনি দেয়। এ সময় পিটুনিতে দুজন অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের মেডিকেলে নিয়ে গেলে তাদের মধ্যে একজন মারা যায়। এ ঘটনায় নিয়মিত মামলা রুজু হচ্ছে।(ঢাকাটাইমস/১৫মে/এলএম/এমআর)

মন্তব্য করুন