মোহাম্মদপুরে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ মে ২০২৫, ২১:৪৫
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই করার সময় ধরা পড়ে গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। নিহত ছিনতাইকারীর নাম- মো. রাকিব (২৮)। এ ঘটনায় গণপিটুনির শিকার মিলন নামের আরেক ছিনতাইকারীকে জনতার হাত থেকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোর ৬টায় মোহাম্মদপুরের বসিলা সিটি হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

‎স্থানীয়সূত্রে জানা যায়, ভোর ৬ টায় মোহাম্মদপুরের বসিলা সিটি হাউজিং এলাকায় কয়েকজন রাস্তায় দাঁড়িয়ে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ছিনতাই করছিলো। এ সময় এলাকায় খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘেরাও করে আটক করে ছিনতাইকারীদের গণপিটুনি দেয়। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও দুইজনকে আটক করা হয়। গণপিটুনিতে আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে নিয়ে গেলে একজনকে ডাক্তার মৃত ঘোষণা করে।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, সকালে স্থানীয়রা ছিনতাইরত অবস্থায় তাদের আটক করে গণপিটুনি দেয়। এ সময় পিটুনিতে দুজন অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের মেডিকেলে নিয়ে গেলে তাদের মধ্যে একজন মারা যায়। এ ঘটনায় নিয়মিত মামলা রুজু হচ্ছে।

(ঢাকাটাইমস/১৫মে/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজায় মানবাধিকার লঙ্ঘন করেছে ইসরায়েল, কড়া হুঁশিয়ারি ইইউর
কলম্বোতে ব্যাটিংয়ে টাইগাররা, ফিরেছেন মিরাজ
গাজায় ত্রাণপ্রার্থীসহ আরও ৮৬ জনকে হত্যা করেছে ইসরায়েল বাহিনী
দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা কমতে পারে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা