ফ্রান্স বাংলা এসোসিয়েশনের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠিত

ফ্রান্স বাংলা এসোসিয়েশনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ফ্রান্সের রাজধানী প্যারিসের "বিডি কমিউনিটি হলে" এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি তোফায়েল আহমেদ পলাশের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ওবায়েদ উল্লাহ জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইন উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন (শাহ আলম)।
এ ছাড়া সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুল মান্নান, কবির আহমেদ ও মোহাম্মদ আলী ভুট্টো ও ফ্রান্স ক্রিকেট বোর্ডের সদস্য ফাতেমা খাতুন মরিয়ম উপস্থিত ছিলেন।
আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন ভারত থেকে আগত কাওয়ালি শিল্পী-গোষ্ঠী নওশাদ আলী কাওয়া ও তার দল। বাংলাদেশি ব্যান্ড দল খ্যাপা ও মিস্টি বিশ্বাস এবং ফ্রান্স প্রবাসী সংগীত শিল্পী মুন্নি খন্দকারও সঙ্গীত পরিবেশন করেন।
(ঢাকাটাইমস/১৩জুন/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন