সৌদি আরব-মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জুন ২০২৪, ১১:০৭| আপডেট : ১৬ জুন ২০২৪, ১১:৩৯
অ- অ+

মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনায় পশু কুরবানির মধ্য দিয়ে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে ঈদুল আজহা উদযাপন। শুধু মধ্যপ্রাচ্য নয়, ত্যাগের মহিমায় এশিয়ার বিভিন্ন দেশ এবং ইউরোপ-আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন দেশেও আজ পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে।

শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে রবিবার শেষ হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা। এদিন ভোরবেলা থেকে শুরু করে প্রায় ১৮ লাখ মুসলমান ইসলামের পবিত্রতম শহর মক্কার বাইরে অবস্থিত মিনা উপত্যকায় শয়তানের প্রতীক তিনটি কংক্রিটের দেয়ালের প্রতিটিতে সাতটি পাথর নিক্ষেপ করেন। আর তারপরই পশু কোরবানির মধ্য দিয়ে শুরু হয় ঈদুল আজহা উদযাপন।

আরাফার ময়দানে জাবাল আর রাহমাহ পাহাড়ে প্রার্থনারত এক হজযাত্রী

এর আগে সকালে মক্কার পবিত্র কাবা শরিফ, মদিনার মসজিদে নববিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

ইসলামিক ক্যালেন্ডারে জিল-হজ্জ মাসের ১০তম দিনে ঈদুল আজহা উদযাপিত হয়। সারা বিশ্বের মুসলমানরা ঈদ আল ফিতরের ৭০ দিন পরে এই ঈদ উদযাপন করেন।

মুসলমানরা ঈদের নামাজ আদায়ের পর ভেড়া, ছাগল, গরু, ষাঁড় বা উট কোরবানি দিয়ে উত্সবটি উদযাপন করেন। ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী, কোরবানির পশুর মাংস দরিদ্র, প্রতিবেশি এবং আত্মীয় ও পরিবারের জন্য তিনটি সমান অনুপাতে ভাগ করে বিলি করা হয়।

প্রসঙ্গত, বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ অনেক দেশে সোমবার ঈদুল আজহা উদযাপিত হবে।

(ঢাকাটাইমস/১৬জুন/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার চিন্ময়ের জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, শুনানি রবিবার
গুলশানে নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি ক্রোক
খুলনায় ট্যাংক লরি উল্টে দুই নারী নিহত
আন্তঃজেলা বাসে ডিএনসির অভিযান, সাড়ে ১৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা