ডা. মওদুদ হোসেন আলমগীর বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মনোনীত হলেন অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।
শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জহির উদ্দিন স্বপনকে আহ্বায়ক করে ২০২২ এর ২০ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মিডিয়া সেল গঠন করা হয়। পরে জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার হলে সেলের সদস্য অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল কয়েক মাসের জন্য মিডিয়া সেলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে শনিবার দুপুরে সেলের আহবায়ক জহির উদ্দিন স্বপনকে পদন্নোতি দিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৫জুন/জেবি/ইএস)

মন্তব্য করুন