ইরান দূতাবাসে সংরক্ষিত শোক বইতে জামায়াতের স্বাক্ষর

মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমীর আব্দুল্লাহিয়ান ও অন্যান্য সঙ্গীসহ নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে ঢাকায় ইরান দূতাবাসে সংরক্ষিত শোক বইতে স্বাক্ষর করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
বৃহস্পতিবার ঢাকাস্থ ইরান দূতাবাসে গিয়ে মুজিবুর রহমান শোক বই-এ স্বাক্ষর করেন এবং নিহতদের আত্মার মাগফিরাতের জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।
শোক বই-এ স্বাক্ষরের সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির ঢাকাস্থ ইরানি রাষ্ট্রদূত মানসুর চাভোশির সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার মাধ্যমে ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট মুহাম্মাদ মোখবারকে স্বাগত ও অভিনন্দন জানান।
(ঢাকাটাইমস/২৩মে/জেবি/কেএম)

মন্তব্য করুন