লেভারকুসেনের স্বপ্নযাত্রা থামিয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আতালান্তা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৩ মে ২০২৪, ১২:০০

আর কটা দিন গেলেই অপরাজিত থাকার এক বছর হয়ে যেত বেয়ার লেভারকুসেনের। গত বছরের ২৮ মে হারের পর টানা ৫১ ম্যাচ ধরে অপরাজিত দলটি। অবশেষে থামল উয়েফা ইউরোপা লিগের চলতি মৌসুমের শুরু থেকে বায়ার লেভারকুসেনের টানা ৫১ ম্যাচ অপরাজিত থাকার স্বপ্নযাত্রা। সেটাও ইউরোপা লিগের ফাইনালে।

ইউরোপা লিগের ফাইনালে বুধবার (২২ মে) আদেমলা লোকমানের হ্যাটট্রিকে আতালান্তার কাছে ৩-০ গোলে হেরেছে কদিন আগে লিগ জেতা লেভারকুসেন। প্রথমার্ধে দুই গোলের পর দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক পূরণ করেন নাইজেরিয়ান ফুটবলার। এই জয়ে ৬১ বছর পর কোনও ট্রফি জিতল আতালান্তা। ক্লাবের ইতিহাসে এটিই প্রথম ইউরোপিয়ান শিরোপা।

ডাবলিনের আভিভা স্টেডিয়ামে ১২ মিনিটেই জালের দেখা পেয়ে যায় আতালান্তা। ডানপ্রান্ত থেকে আসা আক্রমণ ঠেকাতে পারেনি লেভারকুসেন। জাপাকোস্টা বল বাড়িয়ে দেন ডি বক্সের ভেতর। মুহূর্তেই দৌড়ে গিয়ে তাতে শট নেন লোকমান। ততক্ষণে আটালান্টা শিবিরে উদযাপন শুরু হয়ে যায়।

২৬ মিনিটে দ্বিতীয় গোলটিও করেন লোকমান। মধ্যভাগের একটু সামনে বল পেয়ে লেভারকুসেনের কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে দৃষ্টিনন্দন এক শটে লক্ষ্যভেদ করেন তিনি। তার নেয়া আড়াআড়ি শট ঝাঁপিয়ে পড়েও নাগাল পাননি মাতেজ কোভার। লিড তখন ২-০ গোলের। সেই লিড ধরে রেখেই বিরতিতে যায় দলটি।

দ্বিতীয়ার্ধে খেলার ধার বাড়ায় লেভারকুসেন। এ সময় বলে আধিপত্য ধরে রেখে খেলতে থাকে তারা, শাণায় কয়েকটি আক্রমণও। তাদের পরিবর্তে উল্টো গোল করে বসে আটালান্টা। ৭৫ মিনিটে কোভারের ওপর দিয়ে নেয়া শট চোখের পলকেই জাল খুঁজে নেয়, হ্যাটট্রিক পূর্ণ হয় লোকমানের। এবারের মৌসুমে ইউরোপা লিগের ১১ ম্যাচে এটা তার পঞ্চম গোল, ১ গোলে অ্যাসিস্টও করেছেন তিনি। সব মিলিয়ে আটালান্টার হয়ে এ মৌসুমে ৪৩ ম্যাচে ১৫ গোল ও ৮টি অ্যাসিস্ট করেছেন ২৬ বছর বয়সী এ ফুটবলার।

(ঢাকাটাইমস/২৩মে/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :