যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ পরিত্যক্ত, কপাল পুড়ল পাকিস্তানের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জুন ২০২৪, ২৩:৪৭| আপডেট : ১৫ জুন ২০২৪, ০৯:৪১
অ- অ+

বৃষ্টির বাগড়া আর ভেজা আউট ফিল্ডের কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে যুক্তরাষ্ট-আয়ারল্যান্ড ম্যাচ। কয়েক দফায় মাঠ পর্যবেক্ষণ করলেন আম্পায়াররা। সবশেষ পর্যবেক্ষণের পরপরই ফের শুরু হয় বৃষ্টি। তাতে পরিত্যক্ত হয়ে গেল আয়ারল্যান্ডের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ম্যাচ। যুক্তরাষ্ট্রের জন্য বিষয়টি অবশ্য আনন্দের উপলক্ষ হয়েই এলো। এক পয়েন্ট পেয়ে তারা উঠল টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে, আর কপাল পুড়ল পাকিস্তানের। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল বাবর আজমের দলের।

ফ্লোরিডার লডারহিলে বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে আটটায় শুরু হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচটি। রাত সাড়ে ১১টায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

ফ্লোরিডায় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। তার ৩০ মিনিট আগে টস। কিন্তু বার বার বৃষ্টির বাগড়া আর ভেজা আউট ফিল্ডের কারণে টসের জন্যই সময় নির্ধারণ করতে পারছিলেন না ম্যাচ অফিসিয়ালরা। কয়েক দফায় মাঠ পর্যবেক্ষণ করে সবশেষ রাত সাড়ে ১১ টায় পর্যবেক্ষণের পরপরই ফের শুরু হলো বৃষ্টি। তাতে পরিত্যক্ত হয়ে গেল আয়ারল্যান্ডের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ম্যাচ। ‘এ’ গ্রুপ থেকে প্রথম দল হিসেবে আগেই সুপার এইটে জায়গা নিশ্চিত করে ভারত। ৩ ম্যাচের সবগুলো জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। ৪ ম্যাচে দুই জয়ে ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে যুক্তরাষ্ট্র। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া দলটি পৌঁছে গেল পরের ধাপে।

৩ ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে তিনে আছে পাকিস্তান। সমান পয়েন্ট নিয়ে চারে কানাডা। তলানিতে আয়ারল্যান্ডের ১ পয়েন্ট। এই তিন দলেরই বিদায় নিশ্চিত হয়ে গেছে।

ফ্লোরিডায় বাংলাদেশ সময় গত বুধবার ভোরে নেপাল-শ্রীলঙ্কার ম্যাচও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এই মাঠে শনিবার ভারত-কানাডা ও রবিবার পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ হওয়া নিয়েও রয়েছে শঙ্কা।

(ঢাকাটাইমস/১৪ জুন/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পোপ হলেন উত্তর আমেরিকান রবার্ট প্রিভোস্ট, বিশ্ব নেতাদের অভিনন্দন
আ.লীগকে নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে রাতভর অবস্থানের পর সকালেও বিক্ষোভ
এলাকাবাসীর বিক্ষোভ-অবস্থানের মধ্যে অভিযানের সাড়ে ছয় ঘণ্টা পর গ্রেপ্তার সাবেক মেয়র আইভী
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা