মেসি-মার্টিনেজের ৪ গোলে বড় জয় আর্জেন্টিনার

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জুন ২০২৪, ১১:১৯
অ- অ+

চলতি মাসের ২১ জুন থেকে মাঠে গড়াবে কোপা আমেরিকা। মূল লড়াইয়ে মাঠে নামার আগে নিজেদের প্রস্তুত করতে অংশগ্রহণকারী দলগুলো আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশ নিচ্ছে। পিছিয়ে নেই টুর্নামেন্টের অন্যতম ফেবারিট দল ও টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও। তারই অংশ হিসেবে শেষ প্রীতি ম্যাচ খেলতে গুয়েতেমালার বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। খেলা শেষে ৪-১ গোলে বড় জয়লাভ করে আর্জেন্টিনা।

শনিবার (১৫ জুন) ভোরে গুয়েতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামে আর্জেন্টিনা। ম্যাচে শুরুতে গোল হজম করেও ৪-১ গোলে জিতেছে মেসির দল।

মেসির প্রথম একাদশে ফেরার ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে আর্জেন্টিনা। অন্যদিকে গুয়াতেমালা চেষ্টা করেছে রক্ষণ সুদৃঢ় রেখে প্রতি-আক্রমণে যাওয়ার। আর এই পরিকল্পনায় শুরুতেই সাফল্যের দেখা পেয়েছে দলটি।

ভুলটা অবশ্য ছিল আর্জেন্টাইন ডিফেন্ডারেরই। ফ্রি-কিক থেকে গুয়াতেমালার প্রথম চেষ্টা এমিলিয়ানো মার্টিনেজ ফিরিয়ে দিলেও ফিরতি বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়ান লিসান্দ্রো মার্টিনেজ। আত্মঘাতী গোল থেকে ৪ মিনিটে লিড পেয়ে যায় গুয়াতেমালা।

পিছিয়ে পড়ার পর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। তবে বল দখলে ব্যাপক আধিপত্য থাকলেও জালের দেখা মিলছিল না দলটির। ১২ মিনিটে আর্জেন্টাইনদের সমতায় ফেরান মেসি। এই গোলে অবশ্য মেসির নৈপুণ্যের চেয়ে প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলটাই বড় অবদান রেখেছে। বল পাস দিতে গিয়ে বক্সের ভেতর মেসির পায়ে বল তুলে দেন গুয়াতেমালার গোলরক্ষক। সুযোগ কাজে লাগাতে কোন ভুল করেননি ইন্টার মায়ামি তারকা।

প্রথমদিকে আর্জেন্টিনাকে বেশ ভালোই আটকে রেখেছিল গুয়াতেমালা। গোলরক্ষকের ওই ভুল বাদ দিলে তেমন একটা সুবিধা করতে পারেনি আর্জেন্টিনা। তবে ৩৫ মিনিটের পর নিজেদের সেরা ছন্দ খুঁজে পায় লিওনেল স্ক্যালোনির দল। বল দখলে গুয়াতেমালাকে ক্রমাগত কোণঠাসা করার পর ৩৯ মিনিটে লিড নেয় দলটি।

বক্সের ভেতর ভ্যালেন্টিন কার্বোনি ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। নিজে না নিয়ে মার্টিনেজকে স্পটকিক নেয়ার সুযোগ করে দেন তারকা ফুটবলার। সেখান থেকে গোল করে লিড আনেন ইন্টার মিলান তারকা।

প্রথমার্ধের আক্রমণের ধার দ্বিতীয়ার্ধেও বজায় রেখেছে আর্জেন্টিনা। আর্জেন্টাইনদের ক্রমাগত আক্রমণের সামনে দুয়েকবার প্রতি-আক্রমণ করলেও তেমন একটা সুবিধা করতে পারেনি গুয়াতেমালা। তবে খেলায় একক আধিপত্য দেখালেও এই অর্ধে গোল পেতে ভালোই অপেক্ষা করতে হয়েছে আর্জেন্টিনাকে। ম্যাচের ৬৮ মিনিটে মেসির কাছ থেকে পাওয়া বলে স্কোরলাইন ৩-১ করেন মার্টিনেজ।

৭৭ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল করেন মেসি। ডি মারিয়ার কাছ থেকে পাওয়া দুর্দান্ত বল চিরচেনা চিপে শটে বল জালে জড়ান এলএমটেন। ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

(ঢাকাটাইমস/১৫ জুন/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙ্গাবালীতে কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
আপিল বিভাগের অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হলেন ৮৬ আইনজীবী
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু
গাইবান্ধায় আ.লীগের আইনবিষয়ক সম্পাদক গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা