ড্রেজিং কাজে পাঁচদিন বন্ধ থাকবে চন্দ্রঘোনা ফেরিঘাট

নাব্যতা সংকটে ড্রেজিং কাজে মঙ্গলবার থেকে পাঁচদিন বন্ধ থাকবে চন্দ্রঘোনা ফেরিঘাট। এ সময় কর্ণফুলী নদীতে ফেরি চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রাখা হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।
রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙামাটি (ঘাগড়া)-চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া-বান্দরবান (আর-১৬১) আঞ্চলিক মহাসড়কে ফেরি পারাপার নির্বিঘ্ন রাখতে চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায় জরুরি ড্রেজিং কাজ করা হবে।
এজন্য ১৩ মে ভোর ৬টা থেকে ১৮ মে ভোর ৫টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।
এই সময়ে জনসাধারণকে বিকল্প পথ হিসেবে রাঙ্গুনিয়া-বাঙ্গালহালিয়া (সুখবিলাশ) সড়ক এবং কালিন্দী রাণী সড়ক (জেড-১৬৩৬) ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। অনিবার্য কারণে কাজের সময়সীমা কিছুটা বাড়তে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
কর্ণফুলী নদীর নাব্যতা সংকটের কারণে চন্দ্রঘোনা রুটে ফেরি চলাচল প্রায়ই বিঘ্নিত হয়h এতে যাত্রী ও যানবাহন চালকদের ভোগান্তিতে পড়তে হয়। দীর্ঘদিন ধরে এলাকাবাসী একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছে।
(ঢাকাটাইমস/০৯মে/এফএ)

মন্তব্য করুন