গাইবান্ধায় আ.লীগের আইনবিষয়ক সম্পাদক গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ মে ২০২৫, ১৬:২১
অ- অ+

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এবং জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট ফারুক আহমেদ প্রিন্সকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে গাইবান্ধা শহরের পশ্চিমপাড়া এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে।

এছাড়াও তিনি গাইবান্ধা জেলা আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার জানান, ‘বিএনপির অফিস ভাঙচুরের মামলার তদন্তে অ্যাডভোকেট ফারুক আহমেদ প্রিন্সের সম্পৃক্ততা পাওয়া গেছে। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, গাইবান্ধায় বিএনপির জেলা কার্যালয় ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনায় সদর থানায় দুটি মামলা দায়ের করে যুবদল ও বিএনপি। এই মামলা দুটিতে জেলা আওয়ামী লীগের শতাধিক নেতার নাম উল্লেখ করে বেশ কিছু অজ্ঞাত আসামি করা হয়। মামলায় অ্যাডভোকেট ফারুক আহমেদ প্রিন্স এজাহার নামীয় আসামি না হলেও একটি মামলায় তদন্তে তার নাম এসেছে। যার কারণে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।

(ঢাকা টাইমস/০৯মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা