পরিত্যক্তের পথে আয়ারল্যান্ড-যুক্তরাষ্ট্র ম্যাচ, ছিটকে যাচ্ছে পাকিস্তান

বৃষ্টির বাগড়া আর ভেজা আউট ফিল্ডের কারণে নির্ধারিত সময়ের পর দুই ঘণ্টা পেরিয়ে অনুষ্ঠিত হয়নি আয়ারল্যান্ড-যুক্তরাষ্ট্রের ম্যাচের টস। ক্রিকইনফো বলছে, ম্যাচটি মাঠে গড়ানোর সম্ভাবনা খুবই ক্ষীণ। আর সেরকমটি হলে কপাল পুড়বে পাকিস্তানের।
শেষ পর্যন্ত শুক্রবার (১৪ জুন) বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচটি যদি মাঠে না গড়ায় তাহলে আসর থেকে ছিটকে যাবে পাকিস্তান। আর ভারতের সঙ্গী হয়ে সুপার এইটে পা রাখবে যুক্তরাষ্ট্র।
ফ্লোরিডায় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। তার ৩০ মিনিট আগে টস। কিন্তু বার বার বৃষ্টির বাগড়া আর ভেজা আউট ফিল্ডের কারণে টসের জন্যই সময় নির্ধারণ করতে পারছেন না ম্যাচ অফিসিয়ালরা। ইতোমধ্যে মাঠ কয়েক দফা পর্যবেক্ষণ শেষ। বাংলাদেশ সময় রাত ১১ টা ৪৫ মিনিটে আরেক বার পর্যবেক্ষণ করে নিজেদের পরবর্তী সিদ্ধান্ত জানাবেন আম্পায়াররা।
আইসিসি ইতোমধ্যে নিশ্চিত করেছে, কমপক্ষে ৫ ওভারের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার শেষ সময় রাত সোয়া ১২টা। এর মধ্যে অনুষ্ঠিত না হলে পরিত্যক্ত হবে ম্যাচ। ক্রিকইনফো তাদের লাইভ ম্যাচ আপডেটে জানাচ্ছে, এ ম্যাচ মাঠে না গড়ানোর সম্ভাবনাই বেশি। বৃষ্টি না হলেও ফ্লোরিডার আকাশ এখন মেঘাচ্ছন্ন। শঙ্কা আছে ভারি বৃষ্টির। ম্যাচটি শেষ পর্যন্ত মাঠে না গড়ালে কপাল পুড়বে পাকিস্তানের। শেষ হয়ে যাবে আসরে তাদের টিকে থাকার আশা। কারণ ম্যাচ পরিত্যক্ত হলে পয়েন্ট ভাগাভাগি করে নেবে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। তাতে ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ভারতের সঙ্গী হয়ে সুপার এইট নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র। পরের ম্যাচ জিতলেও পয়েন্ট ব্যবধানে পিছিয়ে থাকায় বাদ পড়বে পাকিস্তান। ৩ ম্যাচে বর্তমানে বাবরদের পয়েন্ট ২।
(ঢাকাটাইমস/১৪ জুন/এনবিডব্লিউ)

মন্তব্য করুন