গাইবান্ধায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

গাইবান্ধা জেলা সদরে ১০০ গ্রাম হেরোইন উদ্ধারের মামলায় শাকিল মিয়া ওরফে হামিদুল (৩৮) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার গাইবান্ধার অতিরিক্ত দায়রা জজ আদালত-২ এর বিচারক মো. আতিকুর রহমান এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামির উপস্থিতিতে আদালত এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত শাকিল মিয়ার বাড়ি সদর উপজেলার কলেজপাড়া এলাকায়। তিনি স্থানীয় বাসিন্দা আলমগীর মিয়ার পালকপুত্র।
মামলার নথির তথ্য অনুযায়ী, ২০২০ সালের ২৩ ডিসেম্বর রাতে গাইবান্ধা সদর উপজেলার কলেজপাড়া-গোবিন্দপুর এলাকার একটি পুকুরপাড় সংলগ্ন রাস্তা থেকে শাকিল মিয়াকে আটক করে পুলিশ। এ সময় তার কাছে থাকা পলিথিন মোড়ানো একটি প্যাকেট থেকে ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। ঘটনায় তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদুল আলম বাদী হয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে ২০২১ সালের ৯ মার্চ শাকিলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মাসুদুর রহমান। তিনি জানান, দীর্ঘ সাক্ষ্য ও শুনানি শেষে আদালত এ রায় প্রদান করেন। তিনি রায়ে সন্তোষ প্রকাশ করেন।
তবে রায়ে অসন্তোষ জানিয়ে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক বলেন, ‘আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’(ঢাকা টাইমস/০৯মে/এসএ)

মন্তব্য করুন