ষোড়শ সংশোধনী বাতিলের রিভিউ শুনানি ১১ জুলাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০২৪, ১২:১৯| আপডেট : ২৩ মে ২০২৪, ১২:২২
অ- অ+

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেওয়া রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে ১১ জুলাই।

বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ এ দিন ধার্য করেন।

এদিন রিটকারী পক্ষের আইনজীবী মনজিল মোরশেদ আপিল বিভাগের কার্যতালিকায় ২৭ নম্বরে থাকা মামলাটি শুনানির জন্য উপস্থাপন করেন। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বেঞ্চে না থাকায় জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ বিষয়টি শুনানির জন্য ১১ জুলাই দিন ধার্য করেন।

এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী পাস করা হয়, যার মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। ওই বছরের ২২ সেপ্টেম্বর তা গেজেট আকারে প্রকাশ হয়।

পরে একই বছরের ৫ নভেম্বর সুপ্রিম কোর্টের ৯ আইনজীবী এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করলে চূড়ান্ত শুনানি শেষে ২০১৬ সালের ৫ মে তিন বিচারপতির বিশেষ বেঞ্চ ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করেন। পরে একই বছরের ২৮ নভেম্বর আপিল করে রাষ্ট্রপক্ষ। আপিলের শুনানি শেষে ২০১৭ সালের ৩ জুলাই প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে রায় দেন। এরপর আপিল বিভাগের দেওয়া রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

(ঢাকাটাইমস/২৩মে/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা, হাতে জখম, গাড়ির কাচ ভাঙচুর
এনআরবিসি ব্যাংকের ২০০তম পর্ষদ সভা অনুষ্ঠিত
পঞ্চগড় সদর বিএনপির সম্মেলন: সভাপতি দাউদ, সম্পাদক বাবু
এডিবি-আইএমএফের সহায়তা ছাড়াই বাস্তবসম্মত বাজেট দেওয়া সম্ভব: অর্থ উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা