সালথায় যুবদল নেতার বাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ মে ২০২৫, ১৮:২২
অ- অ+

ফরিদপুরের সালথায় যুবদল নেতা মো. হাসান আশরাফের বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. নাসির উদ্দিন মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার দুপুরে ফরিদপুর শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সালথা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত বিএনপি নাসির উদ্দীন উপজেলার আটঘর ইউনিয়নের কাকিলাখোলা গ্রামের মহিউদ্দিন মাতুব্বরের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, যুবদল নেতা হাসান আশরাফের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনার মামলাসহ মোট ৮টি মামলা রয়েছে বিএনপি নেতা মো. নাসির উদ্দিন মাতুব্বরের বিরুদ্ধে। এসব মামলা মাথায় নিয়ে তিনি এতদিন পলাতক ছিলেন। তবে রবিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে গত ১৯ জানুয়ারি সকাল ১০টার দিকে বিএনপি নেতা মো. নাসির উদ্দিন মাতুব্বরের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কিত্তা গ্রামের যুবদল হাসান আশরাফের দোতলা বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং একটি টিনের ঘরে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় মোট ৭৪ জনকে আসামি করে একটি মামলা হয়। ওই মামলায় প্রধান আসামি করা হয় বিএনপি নাসির উদ্দিন মাতুব্বরকে।

এদিকে হামলার ঘটনার পর ১৯ জানুয়ারি রাতে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিএনপির নাসির উদ্দীন মাতুব্বরকে বহিষ্কার করা হয়। যদিও উপজেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকের স্বাক্ষরে এভাবে বহিষ্কারের বিষয়টি নিয়ে বিতর্ক রয়েছে।

(ঢাকা টাইমস/০৪মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা উত্তরের যুবলীগ নেতা সফুর উদ্দিন গ্রেপ্তার
খালেদা জিয়াকে বরণ করতে প্রস্তুত ঢাকা মহানগর উত্তর বিএনপি: আমিনুল হক 
কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার
রাজনৈতিক ঐকমত্য ছাড়া সংবাদমাধ্যমের স্বাধীনতা সম্ভব নয়: তথ্য উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা