রূপগঞ্জে গাঁজাসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ দুই হত্যা মামলার আসামি মো. রাসেল বেপারীকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার রাতে উপজেলা চনপাড়ার ৮ নম্বর ওয়ার্ডের মালেক মাস্টারের বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. রাসেল বেপারী উপজেলার চনপাড়া এলাকার সুন্দর আলীর ছেলে।
রূপগঞ্জ থানার তদন্ত ওসি মোহাম্মদ গোলাম মোস্তাফা জানান, শরিবার রাতে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মো. রাসেল বেপারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাসেল বেপারীর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। আজ দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।(ঢাকা টাইমস/০৪মে/এসএ)

মন্তব্য করুন