মাদারীপুরে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের 

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০২৪, ২০:২৩| আপডেট : ২৩ মে ২০২৪, ২০:৫৮
অ- অ+

মাদারীপুরের ডাসার উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাজিবাকাই ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- মাশফিয়া আক্তার (৮), সে উপজেলার কাজিবাকাই ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া গ্রামের গোলাম আজমের মেয়ে এবং আফিয়া আক্তার (৭) ওই গ্রামের গোলাম ফারুকের মেয়ে। মৃতরা সম্পর্কে আপন চাচাতো বোন। তারা স্থানীয় নুরানী মাদরাসার ছাত্রী।

নিহতের স্বজনরা জানান, বাড়ির পাশে তারা দুই বোন খেলা করছিল। অনেকক্ষণ তাদের না দেখে খোঁজাখুঁজি করতে থাকে সবাই। বাড়ির আশপাশে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরে স্থানীয়রা পুকুরে নেমে দুই বোনকে উদ্ধার করে কালকিনি সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ডাসার থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি শুনেছি।

(ঢাকা টাইমস/২৩মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিলিপ সি. জেসাপ ইন্টারন্যাশনাল ল’ মুট কোর্টের  আন্তর্জাতিক রাউন্ডে উত্তীর্ণ ইস্টার্ন ইউনিভার্সিটি
চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতা মিল্লাতের সাক্ষাৎ
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও অরোরা স্পেশালাইজড হাসপাতালের মধ্যে চুক্তি
প্রশাসনের সিদ্ধান্তহীনতা ও সেচপাম্প মালিকদের দৌরাত্ম্যে অনিশ্চিত সেচসুবিধা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা