সিরিজ বাঁচানোর ম্যাচে আজ যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ২৩ মে ২০২৪, ১৮:৫৭ | প্রকাশিত : ২৩ মে ২০২৪, ১৮:৪০

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের পর্দা উঠছে ২ জুন থেকে। আসন্ন এই বিশ্বকাপে নিজেদের প্রস্তুতির অংশ হিসেবে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। তবে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম কোনো আন্তর্জাতিক দেখায় নাজমুল হোসেন শান্ত’র দল লজ্জার হার দেখেছে।

এরপর আজ বৃৃহস্পতিবার রাত ৯টায় সিরিজ বাঁচাতে মাঠে নামবে টাইগাররা। যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত হবে এ ম্যাচটি। দ্বিতীয় ম্যাচে যেকোনো মূল্যে জয় চায় নাজমুল হোসেন শান্ত বাহিনী।

এ সিরিজ দিয়েই মূলত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সেরা একাদশ বাছাইয়ের কাজ করছে টাইগার টিম ম্যানেজমেন্ট। যদিও হিউস্টনের উইকেট সম্পর্কে ক্রিকেটারদের যথেষ্ট ধারণা ছিল না। যে কারণে প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে কিছু বুঝে ওঠার আগেই ৫ উইকেটে হেরে বসে তারা। যেখানে আবারও মঞ্চায়ন হয়েছে টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতা। বিশ্বকাপের আগেই যা টাইগারদের বড় দুর্ভাবনার কারণ। এটি কাটিয়ে উঠতে না পারলে ধুঁকতে থাকা দলটির হতাশা আরও বেড়ে যেতে পারে।

কেবল মান রক্ষাই নয়, টাইগারদের সামনে এখন সিরিজ বাঁচানোই বড় চ্যালেঞ্জ। সে হিসেবে বিশ্বকাপের আগে আর পরীক্ষা-নিরীক্ষা না চালিয়ে বরং একাদশে পরিবর্তন আনাই হতে পারে উপযুক্ত সিদ্ধান্ত। তেমনটা হলে ফর্মের জন্য ধুঁকতে থাকা লিটন দাস হয়তো একাদশ থেকে ছিটকে যেতে পারেন। বিপরীতে ফর্মে থাকা তানজিদ হাসান তামিমের জায়গা মিলতে পারে একাদশে।

এ ছাড়া বাংলাদেশের একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম। ১৫৩ রানের স্বল্প পুঁজি নিয়েও আগের ম্যাচে বোলারদের কল্যাণে লড়াইয়ের স্বপ্ন দেখেছিল টাইগাররা। যদিও মুস্তাফিজুর রহমানের খরুচে বোলিংয়ে সেটি আর সম্ভব হয়নি। তবে অভিজ্ঞ এই পেসারের সাম্প্রতিক ফর্ম বিবেচনায় তার ওপর এখনই আস্থা হারাতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। আগের ম্যাচে কেবল দুই পেসার নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। যদিও পার্টটাইমার হিসেবে একাদশে ছিলেন পেস অলরাউন্ডার সৌম্য সরকার।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

(ঢাকাটাইমস/২৩মে/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

সুপার এইট নিশ্চিতের লক্ষ্যে ভোরে মাঠে নামছে বাংলাদেশ

বিশ্বকাপে প্রথম রিটায়ার্ড আউট হয়ে নিকোলাস ডেভিনের ইতিহাস

টি-টোয়েন্টি বিশ্বকাপ: সুপার এইটের ৭ দল চূড়ান্ত, অপেক্ষা বাংলাদেশ-নেদারল্যান্ডসের

নেপালের বিপক্ষে মাঠে শতভাগ দিতে চায় বাংলাদেশ

ইউরো ২০২৪: দ্রুততম গোল করেও ইতালির কাছে আলবেনিয়ার হার

অস্ট্রেলিয়ার কাছে হেরে স্কটল্যান্ডের বিদায়, সুপার এইটে ইংল্যান্ড

৪১ রানের জয়ে সুপার এইটের আশা বাঁচিয়ে রাখলো ইংল্যান্ড

স্পেনের দুর্দান্ত ইউরো যাত্রা, হোঁচট খেল ক্রোয়েশিয়া

পরিত্যক্ত হলো ‘গুরুত্বহীন’ ভারত-কানাডা ম্যাচ

দক্ষিণ আফ্রিকার সঙ্গে পারেনি, বাংলাদেশের বিপক্ষে নেপাল জিততেই চায়

এই বিভাগের সব খবর

শিরোনাম :