রবি ও বাংলালিংক একসঙ্গে নেটওয়ার্ক ভাগাভাগি করবে

তথ‌্যপ্রযু‌ক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ মে ২০২৪, ০৮:৫৮
অ- অ+

বাংলাদেশের অন্যতম দুই মুঠোফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড ও বাংলালিংক নেটওয়ার্ক সেবার পরিধি বাড়াতে নিজেদের নেটওয়ার্ক অবকাঠামো পরস্পরের সঙ্গে ভাগাভাগি করবে। এ জন্য সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে তারা।

গত শুক্রবার বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস-২০২৪ উপলক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল। চুক্তির বিষয়টি রবি ও বাংলালিংকের এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, এই উদ্যোগ দেশের টেলিযোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন আনবে। তাদের প্রথম পদক্ষেপ হবে নেটওয়ার্ক শেয়ারিংয়ের বিষয়ে প্রযুক্তিগত ও আর্থিক সম্ভাব্যতা যাচাই করা। প্রয়োজনীয় নীতিগত পরিবর্তন ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পর নেটওয়ার্ক অবকাঠামোর যৌথ ব্যবহার শুরু হবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বাংলালিংক ও রবির মধ্যে এই যৌথ উদ্যোগ নতুন উদ্ভাবনকে উৎসাহিত করবে। পাশাপাশি, এটি দেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মকাণ্ডে দেশের সম্পদের সুষ্ঠু ব্যবহারকেও উৎসাহ দেবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন, বিটিআরসির চেয়ারম্যান মো. মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্জাহান মাহমুদ, বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস, রবি আজিয়াটা লিমিটেডের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম, বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান।

উল্লেখ্য, দেশের বেসরকারী মোবাইল প্রতিষ্ঠান রবির আছে প্রায় ১৮ হাজার টাওয়ার আর বাংলালিংকের আছে ১৬ হাজার টাওয়ার। নতুন চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মোট ৩৪ হাজার টাওয়ারের একটি শক্তিশালী সেবা পেতে যাচ্ছেন গ্রাহকেরা।

(ঢাকাটাইমস/১৮ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দোসরদের প্রতি দয়া নয়, বয়কট করুন: নাসির উদ্দীন পাটোয়ারী
চট্টগ্রামে মাইক্লোর নতুন শোরুম উদ্বোধন করলেন তাহসান খান ও তাসনিয়া ফারিণ
সামনে ‘সেন্টারিস্ট রাজনীতি’ বিপদের সম্মুখীন হতে পারে, আশঙ্কা রিজভীর
ক্রিকেটারদের পুরো পারিশ্রমিক এখনও দিতে পারেনি রাজশাহী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা