ব্ল্যাকবেরির নতুন অ্যানড্রয়েড ফোন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ আগস্ট ২০১৮, ১৩:৩৩

নতুন অ্যানড্রয়েড ফোন আনছে ব্ল্যাকবেরি। মডেল ব্ল্যাকবেরি কি টু এলই। সম্প্রতি এই ফোনটির তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। বর্তমানে ব্ল্যাকবেরির ফোন তৈরি করছে টিসিএল। প্রিমিয়াম সেগমেন্টের এই ফোনটির দাম হতে পারে ১ হাজার ডলার। ফিজিক্যাল কি-বোর্ড সম্বলিত এই ফোনে টাচ ডিসপ্লে এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। ফিজিক্যাল কি-বোর্ডের স্পেসবারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সংযোজন করা হয়েছে।

একটি সূত্র বলছে ব্ল্যাকবেরি কি টু এলই মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬ চিপসেট থাকবে। এতে ৪ জিবি র‌্যাম ব্যবহার করা হতে পারে। স্টোরেজ হবে ৩২ জিবি কিংবা ৬৪ জিবি।

নতুন ফোনটির ডিসপ্লে হবে ৪.৫ ইঞ্চির। ফুল এইচডি ডিসপ্লের রেজুলেশন ১০৮০x১৬২০ পিক্সেল।

ছবির জন্য থাকছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাকআপের জন্য ফোনটিতে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকছে।

ফোনটি কবে নাগাদ বাজারে আসবে সে সম্পর্কে কিছু জানা যায়নি।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :