স্ত্রীকে পিঠে নিয়ে কাদাপথ পাড়ি সাবেক প্রধানমন্ত্রীর!

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১০:২৮ | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১০:০০

পাহাড়ি পথ ধরে হাঁটছিলেন স্বামী-স্ত্রী। কিন্তু পথিমধ্যে কাদা থাকায় স্ত্রীকে কাঁধে করে কাদাপথ পাড়ি দিলেন স্বামী। সাধারণ কোনো মানুষ এটি করলেও সাড়া পড়ে যেত। তবে যিনি এটা করেছেন তিনি আর দশজন সাধারণ কেউ নন। তিনি ভুটানের সাবেক প্রধানমন্ত্রী শেরিং টোবগে।

হ্যা সত্যিই এমনটি করেছেন ভুটানের সাবেক এই প্রধানমন্ত্রী। এসময় তাদের পোশাক ছিলো খুবই সাধারণ। আর স্ত্রীর পায়ে যেন কাদা না লাগে তার জন্য তাকে পিঠে তুলে কাদাপথ পাড়ি দেন। স্ত্রীকে পিঠে করে কাদাপথ পাড়ি দেয়ার ছবি টুইটারে পোস্ট হতেই তা রীতিমতো আলোড়ন ফেলেছে।

টুইটে ছবি পোস্ট করে শেরিং টোবগে লিখেছেন, ‘স্যর ওয়াল্টার রালের মতো ড্যাশিং নই, কিন্তু স্ত্রীর পা পরিষ্কার রাখার জন্য একজন পুরুষের যা করা উচিত তাই করলাম।’

ইতিহাস বলে, স্যর ওয়াল্টার রালে প্রথম এলিজাবেথের পায়ে যাতে কাদা না লাগে তার জন্য পরনের চাদর রাস্তায় বিছিয়ে দিয়েছিলেন। তবে এর সত্যতা নিয়ে মতৈক্য রয়েছে।

অনেকে বলছেন, সারা বিশ্বে যখন নারীদের বিরুদ্ধে অত্যাচার বাড়ছে, সে সময় এখজন নারীকে কীভাবে নিখাদ ভালোবাসা এবং সম্মান দেখানো যায় তার প্রকৃষ্ট উদাহরণ এটি।

ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :