নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ অক্টোবর ২০১৮, ২১:০৪

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ষষ্ঠ আসরের জন্য মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চারজনকে স্ট্যান্ড বাই রাখা হয়েছে। আগামী ৯-২৪ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর।

টুর্নামেন্টে মোট দশটি দল অংশ নিবে। গ্রুপ পর্বে দুইটি গ্রুপে হবে খেলা। ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও আয়ারল্যান্ড।

বিশ্বকাপের উদ্বোধনী দিনে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ১২ নভেম্বর ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। ১৪ নভেম্বর সালমা-রুমানাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১৮ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াড:

সালমা খাতুন, রুমানা আহমেদ, জাহানার আলম, ফারজানা হক, খাদিজা তুল কুবরা, ফাহিমা খাতুন, আয়েশা রহমান, শামীমা সুলতানা, নাহিদা আক্তার, পান্না ঘোষ, রিতু মনি, সানজিদা ইসলাম, নিগার সুলতানা, লতা মন্ডল, মোছা. শামীমা আক্তার সুপ্তা।

স্ট্যান্ড বাই: শারমিন সুলতানা, সুরাইয়া আজমিন, শাইলা শারমিন, সুলতানা খাতুন।

(ঢাকাটাইমস/৯ অক্টোবর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :