ইউরো প্রতারকচক্রের দুইজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ নভেম্বর ২০১৮, ২১:২৯

মেশিনের ভেতর কালো কাগজ আর ইউরো রাখা হলে তৈরি হবে আসল ইউরো। এমন প্রলোভন দেখিয়ে প্রতারণাকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে এক দিনের রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রিমান্ডকৃতরা হলেন- আবুল হোসেন ওরফে পংকজ শর্মা ও এলেক্স টেনে ওরফে পেট্রিক।

বুধবার দিবাগত রাতে রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, একটি ইলেক্ট্রনিক্স লকার, একটি কাঠের বাক্স ও ১২ বান্ডিল কালো কাগজ জব্দ করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তর বিভাগের উপ-কমিশনার মশিউর রহমান ঢাকাটাইমসকে জানান, গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হয়েছিল। আদালত তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদে আরো তথ্য পাওয়া যাবে।

তিনি জানান, গত তিন/চার মাস আগে ব্যবসায়ী রুহুল আমিনের সঙ্গে লা মেরিডিয়ান হোটেলে পরিচয় হয় চক্রটির সদস্যদের। এরপর তারা চক্রের দুই সহযোগী মাইক ও পিটারকে নিয়ে রুহুল আমিনকে নানা ধরনের প্রলোভন দেখাতে থাকেন। রুহুল আমিনকে মুরগির ফার্ম, গরুর খামার, মাছের খামার করে বিদেশে রপ্তানির কথা বলেন। এক পর্যায়ে তারা কালো কাগজকে মেশিনের মাধ্যমে ইউরো তৈরির প্রলোভন দেখান। এভাবে তারা রুহুল আমিনের কাছ থেকে ৯৬ লাখ টাকা হাতিয়ে নেন।

গত ২৮ অক্টোবর ভুক্তভোগী বাড্ডা থানায় মামলা করার পর প্রতারক চক্রটির দুইজনকে গ্রেপ্তার করা হয়। পলাতক অপর দুইজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/০১নভেম্বর/এএ/এআর)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

ডেমরায় কিশোর গ্যাং প্রতিরোধে র‌্যালি ও লিফলেট বিতরণ

‘গেটলক’ সিস্টেম না মানলে বাসের বিরুদ্ধে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

‘সানভীস বাই তনি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, শোরুম সিলগালা

রাজধানীতে ট্রেনের ধাক্কায় সদ্য এসএসসি পাস শিক্ষার্থীর মৃত্যু

ঢামেক হাসপাতালে অপারেশন থিয়েটারের সামনে এসির কম্প্রেসর!

রাজধানীতে ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শনে মেয়রদের সংগঠন ‘সি৪০ সিটিজ’

নগরবাসীর আস্থা-বিশ্বাসই আমার কাজের শক্তি: মেয়র আতিক

২০৫০ সালের মধ্যে ঢাকার কার্বন নিঃসরণ কমানো হবে ৭০ ভাগ

দাবি না মানলে আমরণ অনশন: হুঁশিয়ারি শিক্ষক-কর্মচারী পরিষদের

প্রতিষ্ঠাবার্ষিকীতে শিশুদের মাঝে ১০ হাজার গাছ বিতরণ বাবুল্যান্ড ইনডোর প্লে-গ্রাউন্ডের

এই বিভাগের সব খবর

শিরোনাম :