দুই ম্যাচ পর জয়ে ফিরল রিয়াল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১২:৪৫ | প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০১৯, ১১:০৬

টানা দুই ম্যাচ পর লা লিগায় জয়ের মুখ দেখল রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে রিয়াল বেটিসের মাঠে ২-১ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে সান্তিয়াগো সোলারির দল।

এই জয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে ওঠে এল রিয়াল। ১৯ ম্যাচে ৩৩ পয়েন্ট তাদের। সমান ম্যাচ খেলে দশ পয়েন্ট এগিয়ে শীর্ষে বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদ আর সেভিয়া আছে যথাক্রমে দুই ও তিন নম্বরে।

ক্লাব বিশ্বকাপ জেতার পর ভিয়ারিয়ালের সঙ্গে ২-২ গোলে ড্র এবং গত সপ্তাহে রিয়াল সোসিয়েদাদের কাছে ২-০ ব্যবধানে পরাজিত হয় রিয়াল। বেটিসের মাঠে কোনোমতে ওই ফাঁড়া কাটিয়ে ওঠতে সক্ষম হয়েছে তারা।

প্রতিপক্ষের ডেরায় এদিন ম্যাচের ১৩তম মিনিটেই এগিয়ে যায় রিয়াল। গোল করেন ব্যালন ডি’অরজয়ী তারকা লুকা মদ্রিচ। কিন্তু ৬৭ মিনিটে সার্জিও ক্যানালেসের গোলে সমতায় ফেরে বেটিস। এরপর আর গোল পাচ্ছিল না রিয়াল। অবশেষে নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে ফ্রি-কিক থেকে জালে বল জড়ান বদলি নামা দানি কাবায়োস। তার গোলটিই পূর্ণ তিন পয়েন্ট এনে দেন মাদ্রিদ জায়ান্টদের।

২০১৭ সালে বেটিস থেকে রিয়াল নাম লেখান কাবায়োস। শৈশবের ক্লাবের বিপক্ষে খেলতে নেমে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হলেন এই স্প্যানিশ মিডফিল্ডার। ৭৪ মিনিটে সার্জিও রেগুইলনের বদলি হিসেবে নামার সময় বেটিস সমর্থকরা দুয়ো দেন তাকে। এমনটা মোটেও প্রত্যাশা করেননি কাবায়োস। ম্যাচের পর তিনি বলেন, ‘এই ক্লাবটা আমাকে সবকিছু দিয়েছে। আমি এখানে বেড়ে ওঠেছি। কাজেই এমন অভ্যর্থনা আশা করিনি। যাক, এসব নিয়ে আর কথা বলতে চাইনা। আমি এখন থেকে অ¤ø-মধুর অভিজ্ঞতা নিয়েই যাচ্ছি।’

(ঢাকাটাইমস/ ১৪ জানুয়ারি/ এবিএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বিশ্বকাপ স্কোয়াডে সাইফউদ্দিনকে না রাখায় অবাক হয়েছি: কোচ নাজমুল আবেদীন

বিশ্বকাপে সহ-অধিনায়ক হিসেবে যাচ্ছেন তাসকিন আহমেদ 

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা: থাকছেন তাসকিন বাদ সাইফউদ্দিন 

কোচ নাজমুল আবেদীন ফাহিমকে নিয়ে সাকিবের একাকী অনুশীলন

বিশ্বকাপের দল ঘোষণা আজ, থাকছেন তাসকিন?

আইকন হিসেবে মোস্তাফিজকে দলে ভেড়ালো ডাম্বুলা থান্ডার্স

তারকা ক্রিকেটারদের ছাড়াই নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

৪০০ কোটি আয়, তবুও টিম মালিক কেন খেলোয়াড়ের প্রতি ক্ষুব্ধ, প্রশ্ন শেবাগের

উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবাকে টপকে বিশ্বরেকর্ড বাবর আজমের

বিশ্বকাপের দল ঘোষণা কবে জানাল বিসিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :