ইসলামপুর চিনাডুলী ইউপি নির্বাচনে আ.লীগ প্রার্থী জয়ী

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০১৭, ২৩:৪৯| আপডেট : ২৩ মে ২০১৭, ২৩:৫৩
অ- অ+

জেলার ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়েছেন।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস ছালাম (নৌকা প্রতীক) ৬৭০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. নুরুন নবী (আনারস প্রতীক) ৩৬৩৭ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে এবং বিএনপি দলীয় প্রার্থী মো. আব্দুর রাজ্জাক লুডু (ধানের শীষ) প্রতীক নিয়ে ১৪৬১ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

উল্লেখ্য যে, ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়ন পরিষদ গত ১৬ এপ্রিল ২০১৭ ভোট গ্রহণের কথা ছিল। কিন্তু একজন ইউপি সদস্য সীমানা জটিলতার কারণ দেখিয়ে হাইকোর্টে রিট করলে নির্বাচনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে হাইকোর্ট। পরে হাইকোর্টে শুনানি শেষে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর আজ নির্বাচন অনুষ্ঠিত হলো।

(ঢাকাটাইমস/২৩মে/প্রতিনিধি/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্যামলীতে দিন-দুপুরে ছিনতাই, চাপাতি, বাইকসহ গ্রেপ্তার ৩
বগুড়ায় দাদী ও নাতি বউকে গলা কেটে হত্যা  
যাত্রাবাড়ীতে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার 
কারফিউয়ে থমথমে গোপালগঞ্জ, যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা