আমি কখনো জন্মদিন উদযাপন করি না: রেলমন্ত্রী

হাবিবুল্লাহ ফাহাদ, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ মে ২০১৭, ১৮:১২| আপডেট : ৩১ মে ২০১৭, ১৯:৩০
অ- অ+

রেলমন্ত্রী মো. মুজিবুল হকের জন্মদিন ৭০তম জন্মদিন আজ। ১৯৪৭ সালের ৩১ মে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বসুয়ারা গ্রামে জন্মগ্রহণ করে তিনি। তার বাবা মো. রজ্জব আলী, মা সোনাবান বিবি। স্ত্রী হনুফা আক্তার রিক্তা আর এক বছরের মেয়ে জান্নাতুল মাওয়া রিমুকে নিয়ে সংসার। জীবনের বিশেষ এই দিনটিতে তিনি কথা বলেছেন ঢাকাটাইমস২৪ ডটকমের সঙ্গে। আলাপে ছিলেন- হাবিবুল্লাহ ফাহাদ

শুভ জন্মদিন মাননীয় মন্ত্রী?

: ধন্যবাদ।

কেমন আছেন আপনি? : আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাল রেখেছেন।

আজকের এই বিশেষ দিনটি কীভাবে উদযাপন করছেন? : প্রতিদিনকার মতোই। আমি জন্মদিনে কখনো ঘটা করে উদযাপন করি না।

জন্মদিনের শুভেচ্ছা কেমন পাচ্ছেন? : এই যে আপনি যেমন ফোন করে শুভেচ্ছা জানালেন, এমন অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। আমি সবাইকে বলেছি, আল্লাহর কাছে আমার, আমার স্ত্রী এবং মেয়ের জন্য দোয়া করতে। পবিত্র রমজান মাসে এটুকুই চাওয়া।

ছোটবেলায় আপনার জন্মদিনের বিশেষ কোনো আয়োজন হতো বাড়িতে? : না। আমার বাবা-মা ধর্মপরায়ণ মানুষ ছিলেন। তারা বিশাল আয়োজনে জন্মদিন পালন করতেন না। তবে আল্লাহর কাছে দোয়া করতেন। আল্লাহ যেন আমাকে ভালো রাখেন।

বিশেষ কোনো রান্না কী হতো বাসায়? : সাধারণত বাড়িতে প্রায় সময়ই ভালো রান্নাবান্না হতো। জন্মদিনকে উপলক্ষ করে কিছু হতো না।

এবার নিয়ে দুবছর জন্মদিনে মেয়ে (জান্নাতুল মাওয়া রিমু) পাশে পাচ্ছেন। এই প্রাপ্তিটুকুও তো কম নয়। : হ্যাঁ, তাতো বটেই। মেয়ে আমার কলিজার টুকরা। মেয়ের মুখের দিকে তাকালে যে সুখ পাই এটা তো সব সময়ই বিশেষ পাওয়া।

মেয়ে কি বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে? : হা-হা-হা। মেয়ে তো সারাক্ষণ শুধু বাবা-বা-বা বলে। হয়তো এটাই তার শুভেচ্ছা।

আর আপনার স্ত্রী, তিনি কি শুভেচ্ছা জানিয়েছেন? : (মুখে তখনও হাসি) হ্যাঁ, মেয়ের হয়ে সে জানিয়েছে।

আজ কি বাসায় বিশেষ কোনো খাবার রান্না হয়েছে? : বিশেষ তেমন কিছু না। প্রতিদিন যা হয় তেমনটাই। হয়তো সামান্য কিছু বাড়তি হয়েছে। তবে আমার স্ত্রী জানে, জন্মদিন নিয়ে আমার তেমন কোনো উন্মাদনা নেই।

আজকের এই দিনে আপনার প্রত্যাশা কী? : দেশের প্রতিটি মানুষ ভালো থাকুক। বিশেষ করে এই রমজানে যারা কষ্ট করে রোজা রাখছেন, আল্লাহ সবার রোজা কবুল করুক।

আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী। : আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন।

(ঢাকাটাইমস/ ৩১ মে/ এইচএফ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা