ব্রাহ্মণবাড়িয়ায় অপহরণকারী আটক
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে মো. রফিক মিয়া নামে অপহরণকারী চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাব। শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে অপহরণের কাজে ব্যবহৃত চারটি মোবাইল সেটও জব্দ করা হয়।
র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, রফিক ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে অপহরণচক্রের সক্রিয় সদস্য।
সম্প্রতি তারা দেশের বিভিন্ন স্থানসহ জেলার বাঞ্ছারামপুরে বেশ কয়েকটি অপহরণের সাথে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। গত কিছুদিন আগে বাঞ্ছারামপুরে থেকে দুইজন কিশোর অপহৃত হয়। তারপর অপহরণকারীরা অপহৃতদের পরিবারের কাছে ২০ লাখ টাকা করে ৪০ লাখ টাকা মুক্তিপন হিসেবে দাবি করে। পরে এ ঘটনায় মোবাইলের সূত্র ধরে গোপন সংবাদে শুক্রবার রাতে জেলার বাঞ্ছারামপুর থানাধীন জগন্নাথপুর জনৈক মতিন মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে রফিককে আটক করা হয়। অপহৃতদের উদ্ধার ও অপহরণকারী চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
(ঢাকাটাইমস/১০জুন/প্রতিনিধি/এলএ)