বাংলাদেশের নিরাপত্তায় মন ভরেছে স্মিথের

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ আগস্ট ২০১৭, ১৭:৪৫
ফাইল ছবি

বাংলাদেশের নিরাপত্তা নিয়ে শঙ্কিত নন ওজি অধিনায়ক স্টিভেন স্মিথ। প্রথম দিন তিনি যে নিরাপত্তা পেয়েছেন তাতে সন্তুষ্ট। আজ রাজধানীর মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্মিথ বলেছেন, ‘বাংলাদেশ সফরে আসতে পেরে ভালো লাগছে। আশা করি, ভালো একটি সিরিজ হবে। আবহাওয়ার উন্নতি হবে। আমাদের চেষ্টা থাকবে কন্ডিশনে সাথে দ্রুত খাপ খাওয়ানো।’

বাংলাদেশে দলের প্রশংসা করে স্মিথ বলেন, ‘২০১১ সালে একবার বাংলাদেশে এসেছিলাম, যদিও সেটা টেস্ট সিরিজ ছিল না। তবে আজকের বাংলাদেশ অনেক উন্নতি করেছে। তারা অসাধারণ খেলছে। দেশের মাটিতে তারা ইংল্যান্ডকে হারাল। এটা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং সিরিজ হবে। তাছাড়া বাংলাদেশ দলে বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় আছে। যারা ম্যাচ ঘুরিয়ে দিতে সক্ষম। ’

দুই ম্যাচ টেস্ট সিরিজে কোন দল ফেভারিট এমন প্রশ্নের জবাবে স্মিথ বলেন, ‘ফেভারিট নিয়ে আমি ভাবছি না। উপমহাদেশের প্রায় সবখানে একই কন্ডিশন। এখানে স্পিন এবং টার্নিং উইকেট। আমাদের চেষ্টা থাকবে উপমহাদেশের রেকর্ডটা আরও ভালো করার। সেজন্য আমাদের সেরাটাই দিতে হবে।’

এর আগে গেল রাতে ৩২ জনের বহর নিয়ে বাংলাদেশে আসে টিম অস্ট্রেলিয়া। ২০০৬ সালে বাংলাদেশে দুই দলের সবশেষ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এরপর আর কোনো টেস্ট খেলা হয়নি। দীর্ঘ ১১ বছরের অধিক সময় পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট লড়াইয়ে নামবে মুশফিক বাহিনী।

বিগত কয়েক বছর আসবে আসবে বলেও বেশ কয়েকটা সফর বাতিল করে ওজিরা। ২০১৫ সালে নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ সফর বাতিল করে অস্ট্রেলিয়া। এছাড়া ২০১১ সালে বাংলাদেশ সফর করে অস্ট্রেলিয়া। সেবার এফটিপিতে পূর্ণাঙ্গ সিরিজ থাকলেও শুধু তিনটি ওয়ানডে খেলেই দেশে ফেরত যায় দলটি।

উল্লেখ্য, সবকিছু ঠিকঠাক থাকলে ২২-২৪ আগস্ট ফতুল্লা কিংবা বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ২৭-৩১ আগস্ট ঢাকায় প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এরপর ৪-৮ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

(ঢাকাটাইমস/১৯ আগস্ট/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বিশ্বকাপে প্রথম অঘটন: সুপার ওভারে পাকিস্তানকে হারাল যুক্তরাষ্ট্র

শ্বাসরুদ্ধকার ম্যাচে সুপার ওভারে গড়াল পাকিস্তান-যুক্তরাষ্ট্র ম্যাচ

শুরুর ধাক্কা কাটিয়ে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল পাকিস্তান

যুক্তরাষ্টের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

বিশ্বকাপের মাঝে হঠাৎ যে কারণে হোটেল পাল্টাল পাকিস্তান দল

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াকু হার বাংলাদেশের

ভারত ও বাংলাদেশের ১২ ফুটবলারকে রিয়াল মাদ্রিদে প্রশিক্ষণে নেবে হ্যালো সুপারস্টার্স

আমরা তো মায়ের দোয়া ক্রিকেট টিম: সাকিব

কোনো ম্যাচ না জিতলেও ২ কোটি ৬৪ লাখ টাকা পাবে বাংলাদেশ

আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে হারানোর ম্যাচে রোহিত শর্মার তিন রেকর্ড

এই বিভাগের সব খবর

শিরোনাম :