অজ্ঞান পার্টির খপ্পরে সরকারি কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ নভেম্বর ২০১৭, ১৯:৫০
প্রতীকী ছবি

এক সরকারি কর্মকর্তাকে খপ্পরে ফেলে সর্বস্ব লুটে নিয়ে গেছে অজ্ঞান পার্টির সদস্যরা। তার নাম বশির আহমেদ সরকার (৫৫)। বুধবার সন্ধ্যায় তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি একজন বিসিএস ক্যাডার। হবিগঞ্জে কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত।

বশির আহমেদ সরকারের ছেলে তানভীর আহমেদ বলেন, বিকালে বাবা আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা থেকে ঢাকায় আসছিলেন তিশা পরিবহনের একটি বাসে। পরে সায়েদাবাদ থেকে একজন বিকাল সাড়ে পাঁচটার দিকে আমাদেরকে ফোন করে জানান আমার বাবা বাসে অচেতন হয়ে পড়ে আছেন। এরপর আমরা খবর পেয়ে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।

তানভীর জানান, অজ্ঞান পার্টির সদস্যরা তার বাবাকে অচেতন করে দুইটি দামি মোবাইল ফোন ও বেশ কিছু টাকা নিয়ে গেছে। তবে কী পরিমাণ টাকা খোয়া গেছে তা নিশ্চিত করে বলতে পারেননি তানভীর।

বশির আহমেদ সরকারের বাসা ১৭০ নম্বর বড় মগবাজারে।কুমিল্লার মুরাদনগর থানার কড়াই গ্রামের মোজাফফর আহমেদের ছেলে তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, তার পাকস্থলী ধৌত করে মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৮নভেম্বর/এএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

অবৈধ সম্পদ গড়া উত্তম কুমার কোথায়? ভারতে নাকি ইউরোপ-আমেরিকায়?

রাইড শেয়ারিংয়ের আড়ালে হেলমেট চুরি 

এমপি আনার হত্যা: দায় স্বীকার করে জবানবন্দি দিলেন বাংলাদেশে গ্রেপ্তার ৩ আসামিই

শিপইয়ার্ড থেকে সাত কোটি টাকা দামের জাহাজ গায়েব!

হাত বদলে মালয়েশিয়া যায় ধর্মমন্ত্রীর আইফোন, যেভাবে উদ্ধার করল ডিবি

এমপি আনার হত্যা: দায় স্বীকার করে জবানবন্দি দিলেন আরেক আসামি

আনার হত্যা: নেপাল থেকে ফিরে যা বললেন ডিবিপ্রধান হারুন

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, লাজ ফার্মাকে জরিমানা ১ লাখ টাকা

এমপি আনার হত্যা: নেপাল থেকে ‘খালি হাতে’ ফিরছে ডিবির তদন্ত দল

ভাড়াটিয়া সেজে নারীদের স্বর্ণালংকার হাতিয়ে নিতেন তারা 

এই বিভাগের সব খবর

শিরোনাম :