মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, লাজ ফার্মাকে জরিমানা ১ লাখ টাকা
মেয়াদোত্তীর্ণ ওষুধ ও শিশুখাদ্য পণ্য বিক্রির অপরাধে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ওষুধ বিক্রির প্রতিষ্ঠান লাজ ফার্মাকে এক লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রামমাণ আদালত। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম এই অভিযানে নেতৃত্ব দেন।
ইমরান মাহমুদ বলেন, প্রতিষ্ঠানটিতে ওষুধ, শিশু খাদ্যসহ অন্যান্য পণ্যের মোড়কে উৎপাদন-মেয়াদোত্তীর্ণের তারিখ ছিল না যে তা নয়, পণ্যের ওজন-পরিমাণ নেই এবং ক্রয়ের কোনো রশিদ দেখাতে পারেনি।’
ম্যাজিস্ট্রেট বলেন, ‘অভিযানে গিয়ে আমদানিকারক প্রতিষ্ঠানের তথ্য না থাকা এবং অনুমোদনহীন বিদেশি খাদ্যপণ্য বিক্রয়সহ নানা অনিয়ম ধরা পড়ে। এসব অপরাধে ওই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।’
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
(ঢাকাটাইমস/০৪জুন/এমএইচ/কেএম)
মন্তব্য করুন