মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, লাজ ফার্মাকে জরিমানা ১ লাখ টাকা

চট্টগ্রাম ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জুন ২০২৪, ১৭:১৯
অ- অ+

মেয়াদোত্তীর্ণ ওষুধ শিশুখাদ্য পণ্য বিক্রির অপরাধে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ওষুধ বিক্রির প্রতিষ্ঠান লাজ ফার্মাকে এক লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রামমাণ আদালত। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম এই অভিযানে নেতৃত্ব দেন।

ইমরান মাহমুদ বলেন, প্রতিষ্ঠানটিতে ওষুধ, শিশু খাদ্যসহ অন্যান্য পণ্যের মোড়কে উৎপাদন-মেয়াদোত্তীর্ণের তারিখ ছিল না যে তা নয়, পণ্যের ওজন-পরিমাণ নেই এবং ক্রয়ের কোনো রশিদ দেখাতে পারেনি।

ম্যাজিস্ট্রেট বলেন, ‘অভিযানে গিয়ে আমদানিকারক প্রতিষ্ঠানের তথ্য না থাকা এবং অনুমোদনহীন বিদেশি খাদ্যপণ্য বিক্রয়সহ নানা অনিয়ম ধরা পড়ে। এসব অপরাধে ওই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

জনস্বার্থে ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

(ঢাকাটাইমস/০৪জুন/এমএইচ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আরাফাত আওয়ামী লীগ লীগ সেক্রেটারি! ছক ছিল হাসিনাপুত্র জয়ের
পিরোজপুরে নিয়ন্ত্রণ হারানো বাসাচাপায় শ্যালক-দুলাভাই নিহত
প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে কমিটি গঠন
দলের জয়ের পর মায়ের মৃত্যুর খবর পেলেন খালেদ আহমেদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা