মাদারীপুরে নদী ভাঙন এলাকা পরিদর্শনে পাউবো ডিজি

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ২৩:১০ | প্রকাশিত : ০৪ অক্টোবর ২০১৮, ২১:০৯

মাদারীপুরের কালকিনি উপজেলার আঁড়িয়াল খা নদে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহাফুজুর রহমান।

বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত ঘুরে নদের তীরবর্তী এলাকা পরিদর্শন করেন তিনি।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা নির্বাহী প্রকৌশলী আ.স.ম হাসান কবির, পূর্ব এনায়েতনগরের ইউপি চেয়ারম্যান রেহেনা নেয়ামুল আকন, সাবেক ইউপি চেয়ারম্যার আজিজ সরদার ও আলাউদ্দিন হোসেন।

এসময় মোল্লারহাটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নদী ভাঙন থেকে রক্ষার দাবিতে শিক্ষক-শিক্ষার্থীরা সড়কে অবস্থান করে।

ভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে মহাপরিচালক মাহাফুজুর রহমান বলেন, আঁড়িয়াল খা নদের ভাঙন রোধে ৩৯ দশমিক ৬শ’ কিলোমিটার ড্রেজিং করাসহ গুরুত্বপূর্ণ এলাকা খাসেরহাট বন্দর, ফাসিয়াতলা লঞ্চঘাট, আলিপুর মোল্লারহাট, মিয়ারহাট লঞ্চঘাট, আন্ডারচার লঞ্চঘাট, সাহেবরাপুর লঞ্চঘাট ও রামারপোল লঞ্চঘাট এলাকায় নদীর তীর সংরক্ষণের জন্য মেগা প্রকল্প হাতে নেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/৪অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :