জয় আবার প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০১৯, ১৮:১৪
ফাইল ছবি

সজীব আহমেদ ওয়াজেদ জয়কে আবার প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়ে টানা দ্বিতীয় দফায় নিয়োগ পেলেন তিনি।

মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এতে জানানো হয়, প্রধানমন্ত্রীর ছেলে কাজ করবেন বিনা বেতনে। তার এই নিয়োগ খ-কালীন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) আহসান কিবরিয়া সিদ্দিকি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস ১৯৯৬ এর বিধি ৩ (বি) ১ এর প্রদত্ত ক্ষমতাবলে এই নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, এই দায়িত্ব পালনে তিনি প্রধানমন্ত্রীর নির্দেশ ও পরামর্শ অনুযায়ী কাজ করবেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে পড়াশোনা করা জয় ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে ডিজিটাল বাংলাদেশ গঠনে নানা পরামর্শ দিয়ে আসছেন প্রধানমন্ত্রীকে। শেখ হাসিনা জানিয়েছেন, তথ্য প্রযুক্তি বিষয়ে ধারণা তিনি তার ছেলের কাছ থেকেই পেয়েছেন। আর ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনের আগে দেওয়া ইশহেতারেও আইসিটি নিয়ে জয়ের চিন্তাপ্রসূত নানা বিষয় ছিল।

প্রধানমন্ত্রীর ছেলেকে আনুষ্ঠানিক পদে আনা হয় ২০১৪ সালে। টানা পাঁচ বছর দায়িত্ব পালন শেষে গত ৩০ ডিসেম্বরের ভোটের আগে টেকনোক্র্যাট মন্ত্রীদের পাশাপাশি পদত্যাগ করেন উপদেষ্টারাও।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচজন উপদেষ্টাকে পুনরায় নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। তাঁরা হলেন এইচ টি ইমাম (রাজনৈতিক), মসিউর রহমান (অর্থনৈতিক বিষয়কা), গওহর রিজভী (আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক), তৌফিক-ই-এলাহী চৌধুরী (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক) এবং তারিক আহমেদ (নিরাপত্তা বিষয়ক)।

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

অসুস্থ তাঁতীদল নেতা রেজাউল করিমকে দেখতে গেলেন কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ

শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ছাত্রলীগের কর্মসূচি

জাপাকে বিক্রি করে নেতাকর্মীদের ক্রীতদাস বানানোর চেষ্টা হয়েছে: কাজী মামুন

আ.লীগই ষড়যন্ত্র করে: সালাম

দেশে গণতন্ত্র, আইনের শাসন এবং মানবাধিকারের কিছুই অবশিষ্ট নেই: জামায়াত

ডোনাল্ড লু প্রসঙ্গে বেশি কথা বলতে চান না মির্জা ফখরুল

বিএনপির আরও পাঁচ নেতা বহিষ্কার

ইসরায়েলি লবির সঙ্গে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি: হাছান মাহমুদ

ডোনাল্ড লু'র আগমনে সরকার ভীত: ববি হাজ্জাজ

গণতন্ত্রের আস্থার মূল জায়গা ধ্বংস করে ফেলা হয়েছে: গয়েশ্বর

এই বিভাগের সব খবর

শিরোনাম :