বিজয়নগরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত দুই

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ১৫জন।
শনিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শশই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিজয়নরের শশই নামক স্থানে সিলেটগামী লন্ডন এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক ও তার সহকারী মারা যায়। আহত হয়েছেন আরও ১৫ জন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
আহতদের একজনকে ঢাকায় এবং দুইজনকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঢাকা টাইমস/১৯জানুয়ারি/প্রতিবেদক/ওআর

মন্তব্য করুন