গাজীপুরে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২

গাজীপুর প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৪৮
অ- অ+

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উলুখোলা নাওটানা এলাকায় ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত দুইজন হলেন, গোপালগঞ্জ সদরের ট্রাকচালক জুয়েল হোসেন ও একই এলাকার রাসেল। নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা বলে পুলিশ জানিয়েছে।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা অহিদুজ্জামান জানান, শনিবার দিবাগত রাতে নাওটানা এলাকায় ঢাকা বাইপাস সড়কে টাঙ্গাইলগামী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ট্রাকচালক জুয়েল নিহত হন। আর ট্রাকচালকের সহকারী রাসেলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে নেয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ওই কাভার্ডভ্যানটি রেখে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।

ঢাকাটাইমস/০৩ফেব্রুয়ারি/ওআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বায়রা সদস্যদের ওপর হামলার ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার দাবি
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিনজনের মৃত্যু, মারা গেছে তিনটি গরু
এক কার্গো এলএনজি, ৭০ হাজার টন সার কিনবে সরকার
অবৈধ লেনদেনের অভিযোগে চবির ডেপুটি রেজিস্ট্রার বরখাস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা