রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ এপ্রিল ২০১৯, ০৯:০৬
ফাইল ছবি

রাজধানীর তেজগাঁও সাতরাস্তা এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছেন, যারা ডাকাত দলের সদস্য বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

শুক্রবার ভোর চারটার দিকে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতরা হলেন নাঈম ও জামাল।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী ঢাকাটাইমসকে বলেন, সাতরাস্তা এলাকায় র‌্যাবের চেকপোস্ট ছিল। ভোর রাতে ডাকাত দলের সদস্যরা ছোট পিকআপ ভ্যানে করে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় চেকপোস্ট অতিক্রম করতে গেলে তাদের থামতে বলে র‌্যাব। কিন্তু না থামিয়ে তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে দুই ডাকাত গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।

বন্দুকযুদ্ধের পর চোরাই গাড়ি, বিদেশি পিস্তল, রামদা, চাপাতিসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

(ঢাকা/৫এপ্রিল/এএ/এমআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :