টেকনাফে টমটমচালক হত্যার রহস্য উন্মোচন, মূল হোতাসহ গ্রেপ্তার ৬

কক্সবাজারের টেকনাফে টমটমচালক মোস্তাক মিয়া হত্যাকাণ্ডের মূল হোতা আব্দুর রহিমসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আব্দুর রহিম ছাড়া গ্রেপ্তারকৃত অন্যরা হলেন- আব্দুল আমিন, ফরিদ আহাম্মদ, ওমর ফারুক, সাদেকুর রহমান ও নুরুল আমিন ।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি।
তিনি জানান, গত ৩ মার্চ থেকে ৬ মার্চের মধ্যে অজ্ঞাত আসামিরা পরস্পর যোগসাজশে পূর্ব পরিকল্পিতভাবে টমটমচালক মোস্তাক মিয়াকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশে বস্তায় বেঁধে টেকনাফের পৌরসভাস্থ ইসলামাবাদ-অলিয়াবাদ ছোট হাজির বাগান কায়ুকখালী খালে ফেলে দেয়।
গোপন সংবাদের ভিত্তিতে এই খবর পাওয়ার পর অভিযান চালায় টেকনাফ থানা। পুলিশ জানতে পারে, ঘটনার দিন ঘটনাস্থলে অজ্ঞাতনামা আসামিরা ভিকটিম মোস্তাক মিয়াকে পূর্ব পরিকল্পনামতে নির্মমভাবে হত্যা করে লাশ গুম করার উদ্দেশে গলায় বালুভর্তি প্লাস্টিকের বস্তা বেঁধে খালে ফেলে দিয়ে ভিকটিমের চালিত টমটম নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে উখিয়া থানা এলাকা থেকে প্রথমে টমটম ক্রেতা ফরিদ আহাম্মদকে গ্রেপ্তার করে পুলিশ। তার স্বীকারোক্তির সূত্র ধরে কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার মূল হোতা আব্দুর রহিম ও আব্দুল আমিন প্রকাশ পুতিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি আরও জানান, পরবর্তীতে তাদের দেওয়া তথ্যমতে ভিকটিমের টমটম গাড়িটি বিক্রয়ের ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তাকারী আসামি ওমর ফারুককে (২৪)গ্রেপ্তার করা হয়।
তদন্তে পুলিশ জানতে পেরেছে, পূর্ব পরিকল্পনা মোতাবেক আসামি আব্দুর রহিম টেকনাফের উপরের বাজার মন্দিরের সামনে থেকে ভিকটিম মোস্তাক মিয়ার টমটমটি নিয়ে অলিয়াবাদ তিন রাস্তার মোড়ে জগিরের বাড়ির পাশে নিয়ে যায়।
সেখানে নিয়ে গিয়ে আসামি আব্দুর রহিম প্রথমে লোহার রড় দিয়ে ভিকটিমের মাথায় সজোরে আঘাত করায় তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান। এরপর আসামি আব্দুর রহিম ও পূর্ব থেকে সেখানে অবস্থান করা আব্দুল আমিন পুতিয়াসহ অন্যরা ভিকটিমকে টমটমে করে কায়ুকখালী খালের নিকটবর্তী খালি মাঠে নিয়ে যায় এবং সেখান থেকে কাঁধে করে খালের পাড়ে নিয়ে গিয়ে প্লাস্টিকের বস্তার ভেতর কাদা মাটি ভরে ভিকটিমের গলায় বেঁধে লাশ গুম করার উদ্দেশে খালের পানিতে ফেলে দেয়।
এভাবেই আসামিরা টমটম চালক মোস্তাক মিয়াকে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করেছে বলে ঘটনার বর্ণনা দিয়ে আদালতে আসামিরা স্বীকারোক্তি দিয়েছে বলে জানেয়ছেন ওসি মুহাম্মদ ওসমান গনি।
(ঢাকাটাইমস/২৬এপ্রিল/এজে)

মন্তব্য করুন