শেরপুরে বন্যহাতির হামলায় কৃষকের মৃত্যু

শেরপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ এপ্রিল ২০২৪, ১৩:০০
অ- অ+

শেরপুরের নালিতাবাড়ীতে বোরো ধানখেত পাহারা দিতে গিয়ে বন্যহাতির হামলায় ওমর আলী নামে (৫৫) এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার পাহাড়ি গ্রাম বাতকুচি টিলাপাড়ায় ঘটনা ঘটে।

নিহত ওমর আলী উপজেলার পাহাড়ি গ্রাম বাতকুচি টিলাপাড়ায় গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে।

বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, অন্যান্য দিনের মতো ওমর রাতে তার উঠতি বোরো ধানখেত পাহারা দিতে যায়। রাতে আশপাশে স্থানীয় অনেক কৃষক থাকলেও বৃহস্পতিবার রাতে তিনি একাই পাহাড়ের ভেতরে ধানখেতে অবস্থান করছিলেন। এ অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে একদল বন্যহাতি পাহাড় থেকে নেমে এসে আকস্মিকভাবে ওমরের ওপর হামলা চালায়। এসময় শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় মেরে ও পায়ে পিষ্ট করে ওমরের পেটের ভুঁড়ি ও মাথার মগজ বের করে ফেলে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় এলাকাবাসী ওমরকে দেখতে না পেরে ঘটনাস্থলে গেলে তার ছিন্নভিন্ন লাশ পড়ে থাকতে দেখেন।

এদিকে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শনে যান।

বন বিভাগের মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকা টাইমস/২৬এপ্রিল/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগ প্রতিরোধে ৩৫ সংগঠনের ‘জুলাই ঐক্য’-এর আত্মপ্রকাশ
রাজনৈতিক ঐকমত্য ছাড়া বড় ধরনের সংস্কার বাস্তবায়ন করা হবে না
গুম-ক্রসফায়ার আতঙ্ক নিয়ে রাজপথে থেকেছি, ৮০’র অধিক মামলা খেয়েছি: বিএনপি নেতা সাজু
জুবাইদা রহমানে বদলে যেতে পারে সিলেটের ‘হিসাব-নিকাশ’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা