উখিয়ায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়া উপজেলায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উখিয়া সদর রাজাপালং ইউনিয়নের গিলাতলী দরগাহ বিল রোডস্থ এমএসএফ অফিস সংলগ্ন এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃতরা হলেন— রামু জোয়ারিয়া নালা নন্দাখালী এলাকার আলী আহমদের ছেলে মনজুর আলম (৪৫)। অপরজন এক্সটেনশন ২০ ক্যাম্পের এস-২ বি-২ ব্লকের বাসিন্দা নুরুল আমিনের মেয়ে (২৩) রাফিফা।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
(ঢাকা টাইমস/০৬মে/এসএ)

মন্তব্য করুন