ববি উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রশাসনিক কার্যালয়ে তালা 

ববি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ মে ২০২৫, ১৮:৫৯
অ- অ+

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে এবার বিশ্ববিদ্যালয়ের একাধিক প্রশাসনিক কার্যালয়ে তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন।

পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা পূর্ব ঘোষিত প্রশাসনিক শাটডাউন কর্মসূচি বাস্তবায়নে উপাচার্যের কার্যালয়, ট্রেজারার কার্যালয়, রেজিস্ট্রারের কার্যালয়সহ একাধিক কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থানকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক গোলাম রব্বানি ও ট্রেজারার অধ্যাপক মামুন অর রশিদ নিজ কার্যালয় থেকে বেরিয়ে যান।

শিক্ষার্থীরা জানান, পূর্বঘোষিত আল্টিমেটাম অনুযায়ী বেলা ১১টার মধ্যে উপাচার্যকে পদত্যাগ করতে বলা হয়েছিল এবং পদত্যাগ না করায় পূর্ব ঘোষিত শাটডাউন পালন করার জন্যই তারা এই তালা ঝুলিয়েছেন।

শিক্ষার্থীরা আরো জানান, অতিসত্বর উপাচার্য পদত্যাগ না করলে তারা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

আন্দোলনরত শিক্ষার্থী রসায়ন বিভাগের আকরাম বলেন, ‘বর্তমান ভিসি কার্যক্রম ফ্যাসিস্ট শেখ হাসিনার পরিপূরক হিসেবে কাজ করছেন। যখন আন্দোলন হয়, তখন ছাত্রদের সঙ্গে বসার আগ্রহ প্রকাশ করেন। কিন্তু তার দায়িত্ব থাকা সব বিষয়ের কাজ করতে অনীহা প্রকাশ করেন। আমরা ছাত্রছাত্রীবান্ধব একটি ভিসি প্রত্যাশা করি।’

(ঢাকা টাইমস/০৬মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
এপ্রিলে ৫৬৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৩, শীর্ষে মোটরসাইকেল
সাবেক মন্ত্রী তাজুলসহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা