২৩ এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস ঘোষণা

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২৪, ০৯:৩৪
অ- অ+

বিএফডিসিতে সাংবাদিকদের ওপর সংঘবদ্ধ হামলার প্রতিবাদে বুধবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনসহ বিনোদন সাংবাদিকরা। এ সময় ২৩ এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস হিসেবে ঘোষণা দেন তারা।

এদিকে, রাতে সাংবাদিক ও শিল্পী সমিতি মিলে গঠিত তদন্ত কমিটির সিদ্ধান্তে শিল্পী সমিতি সাংবাদিকদের পাঁচ দফা দাবির চারটিই মেনে নেন। তবে জয় চৌধুরীকে দুই বছরের জন্য সমিতি থেকে বহিষ্কারের দাবি না মেনে এক মাসের জন্য নিষিদ্ধসহ সবার সামনে দুঃখ প্রকাশ করতে বলা হয়। কিন্তু জয় চৌধুরী দুঃখ প্রকাশ না করে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করলে বিক্ষুব্ধ হয়ে পড়েন সাংবাদিকরা।

বুধবার দুপুরে এফডিসির গেটে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে ঘটনার সাথে যুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়। সাংবাদিক নেতারা বলেন, এফডিসিতে চিত্রনায়ক জয় চৌধুরী, অভিনেতা শিবা শানু ও খলনায়ক আলেকজান্ডার বো-এর নেতৃত্বে যে হামলার ঘটনা ঘটেছে তা পূর্ব পরিকল্পিত ও হত্যাচেষ্টার ঘটনা।

মানববন্ধনের পর সাংবাদিকরা এফডিসির ব্যবস্থাপনা পরিচালক বরাবর স্মারকলিপি দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। এই ঘটনায় সাংবাদিকরা জয় চৌধুরীকে আজীবনের জন্য এফডিসিতে অবাঞ্চিত ঘোষণা করার পাশাপাশি ২৩ এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস বলে ঘোষণা দেন।

সাংবাদিকদের হামলার ঘটনায় যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে

১। প্রতিবছর ২৩ এপ্রিলকে ‘চলচ্চিত্রের কালো দিবস’ হিসেবে ঘোষণা করা হলো।

২। শিল্পী সমিতির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরীকে গণমাধ্যমে আজীবনের জন্য নিষিদ্ধ করা হলো ।

৩। যারা তাদের পিছনে যাবে সাক্ষাৎকার নিবে/নিউজ করবে তাদেরও আমরা বয়কট করা হবে।

৪। শিবা শানু, সুশান্ত, জামানকে শোকজ এবং এক মাস তারা সমিতিতে প্রবেশ করতে পারবে না।

৫। আহত সাংবাদিকদের ক্ষতিপূরণ যত দ্রুত সম্ভব প্রদান করা হবে।

৬। সবার ক্ষতিপূরণ ৩০ এপ্রিলের মধ্যে প্রদান করা হবে।

উক্ত সিদ্ধান্ত লিখিত আকারে তদন্ত কমিটি শিল্পী সমিতি ও সাংবাদিকদের বুঝিয়ে দেবেন।

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি সফরে কাতার গেলেন সেনাবাহিনী প্রধান
সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশিকে ৮ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ
৪৩ ফ্লাইটে আরও ১৭৬৯৪ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন
রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা