এফডিসিতে সাংবাদিকদের মারধর: লজ্জিত রিয়াজ, জানিয়েছেন নিন্দা

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৪, ১৮:৩৩
অ- অ+

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন- এফডিসিতে বিনোদন সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে দুঃখপ্রকাশ করেছেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ আহমেদ। ফেসবুকে দেওয়া এক পোস্টে অভিনেতা এও জানিয়েছেন, এ ঘটনায় তিনি লজ্জিত।

মঙ্গলবার ঘটনার দিন রাতে ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে রিয়াজ লিখেছেন, ‘প্রিয় সাংবাদিক ভাইয়েরা, একজন চলচ্চিত্রশিল্পী হিসেবে আজকে আমি লজ্জিত ও আন্তরিকভাবে দুঃখিত। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।’

ওইদিনের ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে পরে গণমাধ্যমকে রিয়াজ বলেছেন, ‘এফডিসিতে যে ঘটনা ঘটেছে, তা কোনোভাবেই প্রত্যাশিত নয়। যদিও এ ঘটনার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম না। সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন অনলাইন গণমাধ্যম সূত্রে ঘটনা সম্পর্কে জেনেছি।’

দুঃখ প্রকাশ করে রিয়াজ বলেন, ‘সাংবাদিক ভাইয়েরা আমাদের কাজের সঙ্গে দর্শকদের সেতুবন্ধ বা মেলবন্ধন তৈরি করে দেন। সেই সাংবাদিক ভাইদের এমন নির্মমভাবে এফডিসির অভ্যন্তরে পেটানো হয়েছে, এটা অত্যন্ত ন্যক্কারজনক।’

তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় এ ঘটনার যেসব ছবি ও ভিডিও দেখেছি, তাতে আমার খুবই খারাপ লেগেছে। এমনটা আসলে হতে পারে না। চলচ্চিত্রশিল্পী ও সন্ত্রাসীর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। চলচ্চিত্রশিল্পীরা সন্ত্রাসীর ভূমিকায় অবতীর্ণ হতে পারেন না।’

ঘটনার বিচারের জন্য সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এই নায়ক। রিয়াজ বলেন, ‘আমি আহত সাংবাদিক ভাইবোনদের প্রতি ও তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। সবার সঙ্গে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’

মঙ্গলবার ছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান। ওই অনুষ্ঠানের পর চিত্রনায়িকা ময়ূরীর মেয়েকে করা এক সাংবাদিকের প্রশ্নের জেরে সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান শিল্পীরা। একসময় তারা সাংবাদিকদরে উপর হামলা চালান। এতে ১০ জনসাংবাদিক আহত হন।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চার দফা দাবি বাস্তবায়নে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের মহাসমাবেশ, নেতাকর্মীদের ঢল
সিন্ধু নদীতে বাঁধ দিলে ভারতের ওপর আক্রমণ, হুঁশিয়ারি পাকিস্তানের
মদ্যপান লিভারের ক্ষতি করে, বিশ্বে প্রতিবছর মারা যায় ৩০ লাখ মানুষ
ক্রিকেট মাঠে ব্যস্ত শোবিজ তারকারা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা