রাবিতে মদপানে মৃত্যুর ঘটনায় আটক তিন, মামলা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি
  প্রকাশিত : ০৭ এপ্রিল ২০১৯, ১৯:৪৭
অ- অ+

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মদপানে দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় রাজশাহী নগরীর জিরো পয়েন্ট এলাকার ‘স্টার মেডিকেল হল’ওষুধের দোকানের মালিকসহ আরও দুই কর্মচারীকে আটক করেছে পুলিশ।

রবিবার দুপুর আড়াইটার দিকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় বলে নিশ্চিত করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম।

পুলিশ কর্মকর্তা জানান, পুলিশ রুম পরিদর্শনে গিয়ে কিছু মদের বোতল ও যৌন উত্তেজক ওষুধ পেয়েছে। ওষুধগুলো একটি কাগজের প্যাকেটে ছিল, যার উপর স্টার মেডিকেল হলের সিল ছিল। এর সূত্র ধরে স্টার মেডিকেল হলের মালিকসহ দুই কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

এদিকে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমান উল্লাহ বলেন, ওই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ওই ঘটনার তদন্তের স্বার্থে তাদেরকে আটক করা হয়। তবে তাদের নাম পরিচয় জানাতে চাননি তিনি।

এর আগে ঘটনার পর ‘সাইফ টাওয়ার’ ছাত্রাবাসের যে রুমে বসে তারা মদ পান করেছিল সে স্থানটি পরিদর্শন করে পুলিশের একটি তদন্তকারী দল। এ সময় সেখানে মদের খালি বোতল ছাড়াও যৌন উত্তেজক ট্যাবলেট পাওয়া যায়।

এর আগে মদপানের পর অসুস্থ হয়ে রবিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান রাজশাহী বিশ^বিদ্যালয়ের ওই দুই ছাত্র। মারা যাওয়া শিক্ষার্থীরা হলেন- অর্থনীতি বিভাগের ২০১৬-১৭ সেশনের তূর্য রায় এবং আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুহতাসিম রাফিদ খান।

(ঢাকাটাইমস/০৭এপ্রিল/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্টার্কের দ্রুততম ৫ উইকেট, সাত ব্যাটসম্যানের শূন্যসহ ২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ
‘জ্বলবে আগুন শহরজুড়ে, হামলা-ছিনতাই বন্ধ না হলে’ স্লোগানে শিক্ষার্থীদের মিছিল
পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় ১১০ জনের প্রাণহানি
এআই দিয়ে তৈরি ভিডিও নিয়ে ইউটিউবের নতুন নীতিমালা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা