‘উপাসনালয়কে হামলার লক্ষ্যবস্তু বানানো অশনিসংকেত’

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২২ এপ্রিল ২০১৯, ১৮:৩৮
অ- অ+
ফাইল ছবি

বিশ্বজুড়ে সন্ত্রাসীরা ধর্মীয় উপাসনাগুলো তাদের হামলার লক্ষ্যস্থল নির্ধারণ করেছে। এটাকে একটি অশনিসংকেত হিসেবে দেখছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, ‘শ্রীলঙ্কায় নির্দয়ভাবে সিরিজ বোমা হামলা করে সাধারণ মানুষদের এভাবে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা দেশে দেশে ত্রাস সৃষ্টি করে, যারা সমাজের শান্তি বিনষ্ট করে তারা কখনোই কোনো ধর্ম পরিচয় বহন করতে পারে না। এরা কেবলই সন্ত্রাসী। আমি শ্রীলঙ্কায় ঘটে যাওয়া সিরিজ বোমা হামলায় নিহতদের প্রতি গভীর শোক জানাই। নিহতদের পরিবারের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।’

রবিবার শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ঘটনায় নিন্দা জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, ‘একটা সন্ত্রাসী গোষ্ঠী বিশ্বজুড়েই অশান্তি লাগিয়ে রাখার কাজে তৎপর। তাদের মূলোৎপাটন করতে হবে। বিশ্বকে শান্ত ও সুন্দর করতেই সন্ত্রাসীদের সঙ্গে কোনো আপস নয়। তাদের বিরুদ্ধে বিশ্বকে এক হতে হবে।’

সন্ত্রাসীরা কারও বন্ধু হতে পারে না দাবি করে আল্লামা মাসঊদ বলেন, ‘যেখানে সুযোগ পাচ্ছে সেখানেই জঙ্গিরা, সন্ত্রাসীরা ঝাঁপিয়ে পড়ছে। বিশ্বের সব দায়িত্বশীলকেই এ বিষয়ে সতর্ক থাকতে হবে।’

মাসঊদ বলেন, ‘সন্ত্রাসী বা জঙ্গির কোনো দেশের আইডেন্টিটি নেই। এদের একটাই পরিচয় এরা সন্ত্রাসী। এদের বিরুদ্ধে সবাইকেই রুখে দাঁড়াতে হবে।’

প্রসঙ্গত, শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ দেশটির অন্তত ছয়টি স্থানে তিনটি গির্জা ও তিনটি হোটেলে ভয়াবহ সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৯০ জনে দাঁড়িয়েছে। হামলায় আহত হয়েছেন আরও চার শতাধিক।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেমরায় গণধর্ষণ মামলার আসামি মিঠুন গ্রেপ্তার
মবের জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা
‘সংস্কার কমিশনের আগে সংস্কার জরুরি’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা