বিয়ের প্রলোভনে ধর্ষণ, ‘প্রেমিক’ কারাগারে

নোয়াখালী প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ এপ্রিল ২০১৯, ২০:১০
অ- অ+

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিয়ের প্রলোভনে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার কথিত প্রেমিক নূর উদ্দিন হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে গ্রেপ্তার হৃদয়কে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার নূর উদ্দিন হৃদয় উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাতওয়ালা টেন্ডল বাড়ির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত ৮টার দিকে বিরাহীমপুর এলাকা থেকে ওই কিশোরী ও তার কথিত প্রেমিক হৃদয়কে আপত্তিকর অবস্থায় আটক করে স্থানীয় লোকজন। পরে তাদের পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

মামলা সূত্রে জানা গেছে, বিরাহীমপুরে বোনের বাড়িতে আসা-যাওয়ার মধ্যে হৃদয়ের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। রবিবার রাতে হৃদয় তাকে দেখা করার কথা বলে বাড়ির পাশের একটি বাগানে ডেকে নেয়। পরে বিয়ের কথা বলে হৃদয় তাকে ধর্ষণ করে। এসময় তার চিৎকারে স্থানীয়রা হৃদয়কে আটক করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বলেন, ‘ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে মামলা করেছেন।’

(ঢাকাটাইমস/২২এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেক্সাসে হঠাৎ ভয়াবহ বন্যায় ২৪ জনের মৃত্যু, নিখোঁজ বহু শিশু
আন্দোলন এখন গলার কাঁটা, দিন কাটাচ্ছেন বহিষ্কার আর দুদক আতঙ্কে এনবিআর কর্মকর্তারা
ধামরাই কি আমাদের মনোজাগতিক পঁচনকেই দৃশ্যমান করল?
কারবালার নৃশংস ঘটনা: নেপথ্যে কারা?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা