‘রোজা মানুষের আত্মশুদ্ধি ঘটায়’

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ মে ২০১৯, ২১:৩৩| আপডেট : ১৭ মে ২০১৯, ২১:৩৫
অ- অ+

‘রোজা সংযমের মাস। রোজা মানুষের মনে আত্মশুদ্ধি ঘটায়। ইসলামে এ মাসের ফজিলত নানাভাবে বর্ণনা করা হয়েছে। এ মাসে নাজিল হয়েছে পবিত্র কোরআন। রোজা পালনের মাধ্যমে আমরা মনের কালিমা দূর করি এবং শান্তির পথের সন্ধান করি।’

শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর পুলিশের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন। জেলা পুলিশ লাইনস্’র মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

প্রধান অতিথি বলেন, ‘এই মাসে বেশি করে ধর্মীয় চর্চা করতে হবে- এতে মন পবিত্র হয়, আর সৃষ্টিকর্তার আনুগত লাভ করাও সহজ হয়।’

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন পুলিশ সুপার মো. জাকির হোসেন খান।

এসময় উপস্থিত ছিলেন- জেলা ও দায়রা জজ মো. সেলিম মিয়া, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, অতিরিক্ত জেলা প্রশাসক রোকসানা রহমান, জেলা পরিষদের প্রশাসক আব্দুর রশিদ, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশার্রফ আলী, ফরিদপুর ইয়াছিন কলেজের অধ্যক্ষ শিলা রানী মণ্ডল, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ সুলতান মাহমুদ হিরক, ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী, ফরিদপুর প্রেসক্লাব সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল প্রমুখ।

ইফতার শুরুর আগে বিশেষ মোনাজাত করা হয়। এ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

(ঢাকাটাইমস/১৭মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোমালিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত পাঁচজন
শাহরুখ খানের পছন্দের খাবার যেভাবে খেলে বশে থাকবে ওজন, জানালেন নিজেই
মঙ্গল গ্রহে প্রাণ নেই কেন? নাসার নতুন গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য
ভেষজ পেয়ারা ক্যানসার ও ডায়াবেটিসের মোক্ষম দাওয়াই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা