ইজিবাইক-মোটরসাইকেলে সংঘর্ষ, চাচা-ভাতিজা নিহত

নিজস্ব প্রতিবেদক, পাবনা
  প্রকাশিত : ১২ জুন ২০১৯, ১৪:৩৯
অ- অ+

পাবনা সদরে ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন- সদর উপজেলার বলরামপুর গ্রামের হাফেজ ওয়ালিদ ও একই গ্রামের প্রান্ত হোসেন। তারা সম্পর্কে আপন চাচা-ভাতিজা।

নিহত প্রান্তর বড় ভাই পিয়াস হোসেন জানান, সকালে সদর গোরস্তানে এক আত্মীয়ের জানাজা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন চাচা ওয়ালিদ ও ভাতিজা প্রান্ত। পথে সার্কিট হাউজ সড়কে রাস্তা পার হতে যাওয়া এক নারীকে বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হলে গুরুতর আহত হন তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক জানান, বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/১২জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা