ময়মনসিংহে কলায় কেমিক্যাল, কারবারিকে জরিমানা

ময়মনসিংহে কলায় নিষিদ্ধ ঘোষিত কেমিক্যাল মেশানোর দায়ে এক কারবারিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ময়মনসিংহ শহরের স্টেশন রোড কলাপট্টিতে এ অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্ব দেন ময়মনসিংহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম নাহিদুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার ২০০৯ এর ৩০ ধারা মোতাবেক কলা কারবারি নুরুল ইসলাম কলায় কেমিক্যাল ব্যবহার করে। এসময় তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে ১৫ ছড়ি কলা জব্দ ও ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর দীপক মজুমদার, নিরাপদ খাদ্য পরিদর্শক এ কে এম শামসুল আলম, ১নং পুলিশ ফাঁড়ির এসআই ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২৭জুন/এলএ)

মন্তব্য করুন