এবার ডেঙ্গুর প্রকোপ চিন্তিত হওয়ার মতো: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটামস
  প্রকাশিত : ১৯ জুলাই ২০১৯, ১২:১৬
অ- অ+

রাজধানীতে ডেঙ্গুবাহী এডিস মশার প্রকোপ অন্য বছরের চেয়ে এবার বেশি এমনটা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সবাইকে এ ব্যাপারে সচেতন হতে বলেছেন। ডেঙ্গু প্রতিরোধে সরকারের সব ধরনের উদ্যোগ রয়েছে বলেও জানান মন্ত্রী।

শুক্রবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া সচেতনতা র‌্যালিতে অংশ নিয়ে তিনি এই কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু রোগ বহনকারী এডিস মশা নিধনে আমাদের যার যার অবস্থান থেকে সচেতন হতে হবে। ২০০০ সালের প্রথম দিক থেকেই এ রোগের সঙ্গে আমাদের পরিচয় হয়। গেল বছরের আগ পর্যন্ত এটি নিয়ে আমরা তেমন একটা চিন্তিত ছিলাম না। কিন্তু এবার চিন্তার বিষয় আছে। আর তাই এই এডিস মশা নিধনে সরকারের যেসব প্রচেষ্টা ছিল; সব প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

মন্ত্রী বলেন, ‘বৃষ্টি হলে, কোথাও পানি জমে থাকলে এই মশা সহজে বিস্তার লাভ করে। ভাই আমাদের নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে হবে। নিজেদের আগে সচেতন হতে হবে। তাহলেই এই রোগ ও মশা থেকে আমরা মুক্তি পাব।’

(ঢাকাটামস/১৯জুলাই/এসএস/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৫ বছরের সাংবাদিকতা নিয়ে তদন্ত হবে: প্রেস সচিব
সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন
রণবীর-ইয়াশের ‘রামায়ণ’: ১৬০০ কোটি রুপি বাজেটের ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা
শিক্ষার্থীদের জন্য ডুয়ার অফিস সবসময় খোলা: দুদু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা