আ.লীগ নেতা হত্যায় রোয়াংছড়িতে হরতালের ডাক

বান্দরবান প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জুলাই ২০১৯, ২১:১৯
অ- অ+

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় তারাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মংমং থোয়াই মারমাকে (৫০) গুলি করে হত্যার প্রতিবাদে কাল মঙ্গলবার (২৩ জুলাই) রোয়াংছড়িতে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে উপজেলা আওয়ামী লীগ।

আজ সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী। তিনি বলেন, মংমং থোয়াই মারমার হত্যার প্রতিবাদে আগামীকাল আধাবেলা অর্ধদিবস পালন করবে রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগ।

এদিকে আওয়ামী লীগ নেতা হত্যার প্রতিবাদে ও দোষীদের বের করে শাস্তির দাবিতে আজ সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করেছেন জেলা আওয়ামী লীগের নেতারা।

আজ দুপুর একটার দিকে ভাঙ্গামোড়া পাহাড় এলাকায় তারাছাপাড়ার রাস্তার মোড়ে দুর্বৃত্তের গুলিতে খুন হন মংমং থোয়াই। জেলা আওয়ামী লীগের সম্মেলন সামনে রেখে উপজেলা পর্যায়ে দলের একটি প্রস্তুতি সভা শেষে রোয়াংছড়ি থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। তার বাড়ি তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায়।

(ঢাকাটাইমস/২২জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Blending the Education with Nature
বর্ষায় রোগভোগ কাবু করে ফেলে শরীরকে, সুস্থ থাকতে যা খাবেন এবং যা খাবেন না
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ আজ, ফল জানবেন যেভাবে
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা