দুই মুখের মাছ!

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ আগস্ট ২০১৯, ১৮:৫৯
অ- অ+

দুই মুখের মাছের কোন অস্তিত্ব রয়েছে বলে জানা যায় না। সাধারণত মাছের একটি মুখই দেখা যায়।

কিন্তু নিউ ইয়র্কের একদম্পতির বড়শির ছিপে অদ্ভূত দুই মুখের একটি মাছ ধরা পরেছে।

বহুদিন ধরেই মাছ ধরার অভ্যাস নিউ ইয়র্কের ডেবি গেডেস ও তাঁর স্বামীর। ছুটির দিনে প্রায়শই কাছাকাছি লেকে মাছ ধরতে যান তাঁরা। শুক্রবার সকালে অভ্যাস মতো লেক চ্যাম্পলেনে ছিপ ফেলে মাছ ধরছিলেন তাঁরা। এমনই সময়ে ছিপে ওঠা একটি মাছ দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় তাঁদের। মাছের মুখের হুক ছাড়াতে গিয়ে দেখা যায়, মাছটির তলার চোয়ালের নিচ থেকে রয়েছে আরও একটি চোয়াল। উপরের পাশাপাশি নিচের চোয়ালও হাঁ করে খুলছে বন্ধ করছে মাছটি।

এমন অদ্ভূত মাছ ধরে বেশ হকচকিয়ে যান ওই দম্পতি। সম্বিত ফিরতেই মাছটিকে ক্যামেরা বন্দি করেন তাঁরা। তবে এমন বিরল মাছ মারতে চাননি তাঁরা। ছবি তুলে লেকের জলেই ফের ছেড়ে দেন মাছটিকে।

মার্কিন সংবাদসংস্থা এনবিসি নিউজকে ডেবি জানান, প্রথমে নিজের চোখকেই বিশ্বাস হচ্ছিল না। ভাল করে মাছটি ধরে দেখলাম মাছের মুখ দুইটি। মাছটিকে পুনরায় জলে ফেলে দিতে পেরেও খুশি ডেবি বলেন,‘মাছটি যাতে সুস্থভাবে বেঁচে থাকতে পারে, সেই জন্য সঙ্গে সঙ্গে পানিতে ছেড়ে দিয়েছি।’

ঢাকাটাইমস/২৩আগস্ট/আরআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুনে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ: ক্রাইমে উত্তরা, গোয়েন্দা লালবাগ
জনতা ব্যাংকে বিকাশের মাধ্যমে রেমিটেন্স পরিশোধের কার্যক্রম উদ্বোধন
আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধীদের কঠোরভাবে দমন করতে হবে: ডিএমপি কমিশনার
খানসামায় পাটক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা