সাবেক প্রেমিকার ছবি ভাইরালের হুমকি: গারদে লন্ডন প্রবাসী

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ আগস্ট ২০১৯, ১২:১৭
অ- অ+

সাবেক প্রেমিকার নগ্ন ছবি প্রকাশ করার হুমকি দেওয়ার অভিযোগে মোয়াজ্জেম বেপারী নামে এক লন্ডন প্রবাসী যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রবিবার ওই যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে টঙ্গী পশ্চিম থানায় মামলা হয় বলে জানায় র‌্যাব-১ এর লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন।

মোয়াজ্জেম বেপারী টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া এলাকার বাসিন্দা। ওই এলাকারই একটি বাড়ি থেকে ধরা হয় তাকে।

র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে মোয়াজ্জেম জানান, ২০১৫ সাল থেকে ২০১৮ সালের জুলাই পর্যন্ত মেয়েটির সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। সে সময় তিনি প্রেমিকার বিভিন্ন একান্ত মুহূর্তের ছবি মোবাইলে ধারণ করেন। প্রেম ভেঙে গেলে মোয়াজ্জেম মেয়েটিকে বিয়ের জন্য চাপ দেন। রাজি না হলে আপত্তিকর ছবিগুলো ইন্টারনেট ও ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকি দেন।

এই ঘটনা প্রকাশ পেলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে এবং ব্যাপকভাবে তা প্রচার হয়। এর ফলে মেয়েটি আত্মহত্যার চেষ্টাও করে। পরে এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মোয়াজ্জেম ব্যাপারীকে আসামি করে মামলা করে মেয়েটির পরিবার।

ঢাকাটাইমস/২৬ আগস্ট/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুমিল্লায় ৪ মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার
শেরপুরে পৃথক ঘটনায় দুই মরদেহ উদ্ধার
ঝিনাইদহে সাপের কামড়ে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর
২৩ হাজার ইয়াবাসহ দুই মোটরসাইকেল আরোহী ট্রাফিক পুলিশের হাতে গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা